

ভারতীয় ক্রিকেট বোর্ডের সবশেষ সভায় নাটকীয়ভাবে সিদ্ধান্ত হয় সৌরভ গাঙ্গুলিই হচ্ছেন বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) এর পরবর্তী প্রেসিডেন্ট। স্বাভাবিকভাবেই গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও বলছেন এমন কিছুতে লাভবান হবে বাংলাদেশই।
আজ (১৪ অক্টোবর) রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘বিসিসিআইয়ের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। এখন যারা দায়িত্বে আছে তাদের সাথে সম্পর্ক ভালো, আগেও ছিলো। অবশ্যই সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার- এ কারণে আমরা হয়তো বাড়তি কিছু সুবিধা পাবো।’
মূলত বাঙালি ও সাবেক ক্রিকেটার বলেই বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘কোন একটা ইস্যুতে আলোচনা করতে গেলে তার সাথে স্বাচ্ছন্দ নিয়ে করতে পারবো, যেটা আগে বলেছি কারণ সে একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার। সে এখনো বেশ তরুণ, আমাদের এখানে অনেকবার খেলে গেছে। ব্যক্তিগতভাবেও আমাদের অনেকের সাথে তার সম্পর্ক ভালো। এখানে বলা যায় তার সাথে আত্মার সম্পর্ক ব্যক্তিগতভাবে। আশা করি এসব কাজে লাগবে।’
বাংলাদেশ দলের ভারত সফর হয়ে থাকে কালে-ভদ্রে। সাবেক ভারতীয় কাপ্তান সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সে ধারায় পরিবর্তন আসতে পারে মনে করেন জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একই সাথে ভারতের কাছ থেকে আমরা যেসব ম্যাচ পাইনি, দ্বিপাক্ষিক সিরিজ হোক কিংবা অন্যকিছু সেগুলো নিয়ে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারবো। এমনকি বয়সভিত্তিক লেভেলের ক্ষেত্রেও। এ সুবিধা গুলো থাকবে।’
মাত্রই ভারতীয় বোর্ড সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অক্টোবর আসতে পারে গাঙ্গুলির বোর্ড প্রেসিডেন্ট হবার আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশে আমন্ত্রণ জানানো হতে পারে কবে জানতে চাইলে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘মাত্রই উনি দায়িত্ব নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে আমাদের সভাপতি যখন উনার সাথে সাক্ষাৎ করবেন তারপরই আমরা সিদ্ধান্ত নিতে পারবো কখন উনাকে আমরা আমন্ত্রণ জানিয়ে এখানে আনতে পারবো।’