

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স। ওই ম্যাচেই চোট পেয়ে সিরিজে আর খেলতে নামতে পারেননি মাঠে। চলতি জাতীয় লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়, খেলতে পারেননি প্রথম রাউন্ড। তবে চোট কাটিয়ে ফেরার পথে আমিনুল ইসলাম বিপ্লব। ঢাকা মেট্রোর হয়ে দ্বিতীয় রাউন্ড দিয়ে মাঠে নামা অনেকটা নিশ্চিত, জানিয়েছেন নিজেই।
মিরপুরে আজ (১৪ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল ইসলাম বিপ্লব নিজের অবস্থা সম্পর্কে বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন ভালো। ফিজিও দেখছেন, উনি বললেন সব ঠিকঠাক। সব ঠিক থাকলে আমি সেকেন্ড রাউন্ড থেকে খেলব। গত কয়েকদিন ধরে আমি বোলিং করা শুরু করেছি, ব্যাটিংও শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন সবকিছুই ঠিক আছে, ভালো।’
জাতীয় লিগ নিয়ে নিজের ইচ্ছের কথা জানাতে গিয়ে বিপ্লব বলেন, ‘আসলে ন্যাশনাল লিগের ক্রিকেটটা একটা ভালো সুযোগ। এখানে অনেকক্ষণ বোলিং করার মতো সুযোগ থাকে। কখনো ব্যাটসম্যানদের পাওয়া যায়, কখনো বোলারদের। সব মিলিয়ে ভালো সুযোগ থাকে ভালো করার। আমিও নিজেকে সেইভাবে তৈরি করেছি, কীভাবে উইকেট বের করা যায় কীভাবে ভালো বোলিং করা যায়।’
যাওয়ার কথা ছিল হাই পারফরম্যান্স দলের সাথে ভারত সফরে। অথচ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে হয়ে গেল আন্তর্জাতিক অভিষেক। বদলে যাওয়া জীবনে পরিবর্তনটা কেমন দেখছেন? জানতে চাইলে বিপ্লব বলেন, ‘বড়ভাইদের সাথে থাকতেছি, উনাদের থেকে শিখতেসি কীভাবে লাইফস্টাইলে চেঞ্জ আনা যায়। তারা যেভাবে চলে সেভাবে চলার চেষ্টা করছি, কীভবে সামনে আরও ভালো ক্রিকেট খেলা যায় ওইগুলা নিয়ে ভাবতেছি।’
ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, হাই পারফরম্যান্স দলের কোচ সাইমন হেলমট ও বিসিবির ববয়সভিত্তিক দলের স্পিন কোচ সোহেল ইসলামের সংস্পর্শে পরিচয় বদলে আমিনুল ইসলাম এখন লেগস্পিনার। লেগ স্পিনে বাড়তি মনযোগ দিলেও ব্যাটিংয়ে উন্নতির সুযোগ দেখছেন বিপ্লব, ‘আমি মনে করি ব্যাটিংটা ইম্প্রুভ করার সুযোগ আছে। সুযোগ পেলে ইন শা আল্লাহ ভালো করার চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে।’