

৩ উইকেটে ১৯২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো খুলনা বিভাগীয় দল। ৬৭ বলে ২ চারে ২৯ রান করে ইমরুল, ৪১ বলে ৮ রান করে সৌম্য অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিনে এসে লিড নিয়েছে খুলনা। ইমরুল কায়েস ফিফটি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য।
আগের দিনে দৈর্যের পরিচয় দেওয়া সৌম্য সরকার আজ ছিলেন কিছুটা স্বভাবসুলভ। ইঙ্গিত দিচ্ছিলেন ভালো কিছুর। তবে ৯১ বলে ৩ চার ও ১ ছয়ে ৩৬ রান করা সৌম্য শুভাশিসের বলে সাব হয়ে মাঠে নামা সঞ্জিত সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন।
দল ততক্ষণে লিড (১ম ইনিংসে) নিশ্চিত করে ফেলেছে। সৌম্য ফিরে যাবার পর বেশীক্ষণ টেকেননি ছয় নম্বরে ব্যাট করতে নামা জিয়াউর রহমান। ২ রান করা জিয়াকে ফেরান রবিউল হক। সাত নম্বরে নামা নাহিদুল ইসলাম আলাউদ্দিন বাবুর বলে আউট হন ব্যক্তিগত ৬ রানের মাথায়।
তিন নম্বরে ব্যাট করতে নামা ইমরুল কায়েস দেখেছেন অন্য প্রান্ত থেকে সতীর্থদের সাজঘরে ফেরা। তবে একপ্রান্ত আগলে রেখে নিজের কাজটি করে গেছেন তিনি। ১০৫ বলে ৪ টি চারে ৫০ রান পূর্ণ করেন ইমরুল কায়েস। প্রথম শ্রেণির ক্রিকেটে যা ইমরুলের ২২ তম ফিফটি।
চতুর্থ দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত খুলনার সংগ্রহ ৬ উইকেটে ৩০১ রান। প্রথম ইনিংসে রংপুরের চেয়ে ৭৪ রানে এগিয়ে আছে খুলনা। ১৫৫ বলে ৭ চারে ৮০ রান করে অপরাজিত আছেন ইমরুল কায়েস।