

এর আগে চলতি সিরিজেই নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে স্কোরবোর্ডে ২৯৫ রান তুলেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যা ছিলো অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ওয়ানডেতে টাইগার যুবাদের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আজ সেটিকে পাঁচে নামিয়ে টাইগার যুবাদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করেছে আকবর আলির নেতৃত্বাধীন দল।
অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ওয়ানডেতে টাইগার যুবাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ-
৩১৬/৮, প্রতিপক্ষ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯, লিঙ্কন, আজ
৩০৭/৮, প্রতিপক্ষ আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯, নেপিয়ার, ২০১০
৩০৪/৭, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯, ডারবান, ২০১৫
২৯৯/৫, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯, চট্টগ্রাম, ২০১৬
২৯৫/৮, প্রতিপক্ষ নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯, লিঙ্কন, ২০১৯
লিঙ্কনে স্বাগতিক নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
উদ্বোধনী জুটিতে আসে ১২০ রান। টানা চতুর্থ ফিফটি পাওয়া তানজিদ হাসান তামিম আউট হন ৭১ রান করে। ৫৯ বল স্থায়ী ইনিংসে তামিম হাঁকান ১১ টি চার, ২ টি ছক্কা। ফিফটির খুব কাছে যেয়ে ৪৮ রানে আউট হন অপর ওপেনার পারভেজ হোসেন ইমন।
ঠিক ৪৮ রান করে রান আউট হন পাঁচে নামা শাহাদত হোসেন। মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আকবর আলি, শামীম হোসেনরা বলার মতো রান পাননি। এরপরেও টাইগার যুবারা ৩০০ পার করে ৯ নম্বরে নামা অভিষেক দাসের দাপুটে ইনিংসে। ৩৬ বলে ৬ চারে ৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৩১৬/৮ (৫০), তানজিদ হাসান তামিম ৭১, পারভেজ হোসেন ইমন ৪৮, মাহমুদুল হাসান জয় ১৫, তৌহিদ হৃদয় ৮, শাহাদত হোসেন ৪৮, আকবর আলি ১৪, শামীম হোসেন ৮, তানজিম হাসান সাকিব ১০, অভিষেক দাস ৪৮*, রাকিবুল হাসান ১৩*; ক্লার্ক ৬০/১, জ্যাকসন ৭৩/১, তাশকফ ৫৩/১, ডিকসন ৬৬/১, প্রিঙ্গল ৪৮/১, লেলম্যান ১২/২।