

মাহেলা জয়াবর্ধনে, সাইমন হেলমট, গ্রাহাম ফোর্ড, ল্যান্স ক্লুজনার, ওয়াকার ইউনুসদের মত আন্তর্জাতিক মানসম্পন্ন কোচ নিয়েও বিপিএল শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি কোচদের অধীনে সাফল্য আসেনি খুব একটা, ইয়ান পন্ট ও টম মুডির অধীনে একটি করে শিরোপা জিতেছে ঢাকা ও রংপুর।
অথচ বিপিএলের আসন্ন আসরে প্রায় সব দলের জন্যই বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুব আনাম। একাধিক সাফল্য এনে দিয়েও তবে কি বঞ্চিত হবে দেশি কোচরা? ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান অবশ্য বলছেন ভালো পারফরম্যান্স দেখানো কোচরা থাকবেন বিবেচনায়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে দুবার শিরোপা জিতেছে কোচ ছিলেন দেশের অন্যতম সেরা কোচদের একজন সালাউদ্দিন। খালেদ মাহমুদ সুজনের অধীনে ঢাকাও জিতেছে ভিন্ন ভিন্ন (ঢাকা গ্লাডিয়েটরস ও ঢাকা ডায়নামাইটস) নামে দুটি শিরোপা। সবশেষ আসরেও শিরোপা জেতা কোচের নাম সালাউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), এমন সাফল্যের পরও বিদেশি কোচদের প্রতি বিসিবির আলাদা নজর হতাশ করেছে দেশি কোচদের। কোচ সালাউদ্দিনতো বলেই ফেললেন সব যদি বিদেশিই (কোচ,ফিজিও, ট্রেইনার) আনা হয় তবে দলগুলোর পরিচালকও বিদেশি আনার ব্যাপারে ভাবুক বিসিবি!
মিরপুরে আজ (১২ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। বিদেশি কোচ ইস্যুতে আকরাম খানের কন্ঠে শোনা গেল আশার বানী। আকরাম খান জানান, ‘না, ৭ টাই যে বিদেশি কোচ থাকবে এমন কিছু কিন্তু উল্লেখ করে নাই। হয়তোবা আমি ছিলাম না, কথা হল যাদের পারফরম্যান্স ভালো তারাতো অবশ্যই বিবেচনায় থাকবে। পুরো বিষয়টা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত তো এখনো হয়নি, হলেই জানা যাবে। ‘
বিপিএল ইস্যুতে কথা বলতে গিয়ে মাহবুব আনাম জানিয়েছিলেন বিপিএলে বিদেশি বোলার নেওয়ার ক্ষেত্রে ১৪০ এর বেশি গতিতে বল করতে পারাদের আনার ব্যাপারে চেষ্টা করবে বোর্ড। আজ (১২ অক্টোবর) আকরাম খান জানিয়েছেন বিষয়টি নিয়ে নানা ধরণের কথা উঠলেও এটাই সত্য,
‘অনেকেই অনেক কথা বলছে, ১৪০ এর বেশি গতিতে বল করাদের ব্যাপারে। কিন্তু উনি (মাহবুব আনাম) যেটা বুঝাতে চেয়েছেন বাইরে থেকে কিন্তু আসলেই ওই ধরনের বোলার আনা হবে। বাইরে থেকে যারা আসবে এ ধরনের বোলারই আনার চেষ্টা করবো।’
আসন্ন বিপিএলে দেশের ক্রিকেটের স্বার্থেই প্রতিটি দলেই একজন লেগ স্পিনার খেলানো ও চার ওভারের কোটা পূরণ করার ব্যাপারে আসবে বাধ্যবাধকতা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বোর্ড পরিচালক মাহবুব আনাম। কিন্তু দেশে বিপিএলের মত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৭ দলের জন্য ৭ জন লেগ স্পিনার আছে কিনা সেটাও ভাবার বিষয়।
এ বিষয়ে প্রশ্ন তুললে সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘৭ টা না ১৪ টাও থাকতে পারে কিন্তু কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি না থাকলে বাইরে থেকে নেওয়ার অপশনতো আছেই। বাইরে থেকে এনে আপনি সামঞ্জস্য করতে পারবেন। সেটা আলাপ আলোচনার মধ্যে হবে, যেটা সেরা মনে হবে সেটাই আমরা করবো।’