

চলতি জাতীয় লিগে জাতীয় দলের খেলোয়াড়দের খেলা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অধীনে বিদেশ সফরে থাকা ক্রিকেটাররা ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়া সাকিব আল হাসানকে পাওয়া যায়নি প্রথম রাউন্ডে । তবে ক্যারিবিয়ান লিগ খেলে ফিরে আসার পর সাকিব জাতীয় লিগ খেলবে কিনা সেটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত বলে জানালেন বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
সাকিবের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে বোর্ড শুরুতে জানিয়েছিল দল ফাইনালে উঠলেও জাতীয় লিগে ও ভারত ক্যাম্পের কথা মাথায় রেখে সাকিব ফিরবেন ১১-১২ তারিখেই। কিন্তু তার দল বার্বাডোস ট্রাইডেন্টস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠায় অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুইদিন, ফিরছেন ১৩ কিংবা ১৪ তারিখে।
এ প্রসঙ্গে আজ (১২ অক্টোবর) মিরপুরে নিজের কার্যালয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘ওর অনাপত্তিপত্র ছিল গতকাল পর্যন্ত। যেহেতু ওর দল এখন ফাইনালে উঠেছে, সে গতকাল ফোন করেছিল। তো আমার সাথে কথা হয়েছে , দুইদিনের অনাপত্তিপত্র দিয়েছি আমরা। সে ১৩-১৪ তারিখের দিকে এসে পৌঁছাবে।’
দেশে ফিরলেও টানা ক্রিকেটীয় ব্যস্ততায় ক্লান্ত সাকিবকে জাতীয় লিগ খেলানোর ক্ষেত্রে হয়তো ভিন্ন কিছু বিবেচনা করতে পারে বোর্ড। এমন ইঙ্গিত দিয়ে আকরাম খান বলেন, ‘তারও বিশ্রামের ব্যাপার আছে। সে গত জিম্বাবুয়ে-আফগানিস্তানের সাথে খেলার পরপরই ওখানে গিয়েছে। এটা পুরোটা কোচের উপর নির্ভর করছে।’
কোচের পরিকল্পনাতেই সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বোর্ড জানিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান যোগ করেন, ‘কোচের পরিকল্পনাই আমরা অনুসরন করছি এবং যারা দুই ফরম্যাটে খেলবে টি-টোয়েন্টি ও টেস্ট ওদের জন্য দুইটা ম্যাচ (জাতীয় লিগ) অনুমোদন দিয়েছে । কোচ যেটা বলে সেটা, কোচের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব।’