

কলম্বোর রনসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। ১-১ এ সমতা থাকা সিরিজে দুই দলই জেতার মিশন নিয়ে নেমেছে। আগে ব্যাট করে স্বাগতিকদের ৩২৩ রানের জয়ের লক্ষ্য দিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।
টসে জিতে আগে সফরকারীদের ব্যাট করতে পাঠান লঙ্কান ‘এ’ দলের অধিনায়ক আসান প্রিয়ঞ্জন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন দুই তরুণ ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাইম। আগের ম্যাচে ফিফটি করা মোহাম্মদ নাইম শেখ আজও তুলে নিয়েছেন ফিফটি। রানের দেখা পেয়েছেন সাইফ হাসানও।
উদ্বোধনী জুটিতে আসে ১২০ রান। দারুণ খেলতে থাকা মোহাম্মদ নাইম আউট হন ফিল্ডিংয়ে বাধা দিয়ে (অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড)। ৭৬ বলে ৫ চার ও ২ ছয়ে ৬৬ রান করেন নাইম। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন দ্রুতই। ১২ বল খেলে করতে পারেন কেবল ২ রান।
চারে নামা এনামুল হক বিজয় ভালো কিছু করার আভাস দিয়েও থামেন ২১ বলে ২ চারে ১৫ রান করে।
চতুর্থ উইকেটে অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন সাইফ হাসান। ১১০ বলে ১২ চার ও ৩ ছয়ে ১১৭ রান করে আউট হন সাইফ। লিস্ট এ ক্রিকেটে এটি সাইফের ৬ষ্ঠ সেঞ্চুরি।
শেষদিকে দ্রুত রান তোলার তাগিদে আউট হন মিঠুন। ৩৫ বলে ১ চার, ২ ছয়ে ৩২ রান করা মিঠুন ফার্নান্দোর বলে ধরা পড়েন রমেশ মেন্ডিসের হাতে। ৪৬ তম ওভারের ৫ম বলে ১৩ বলে ১ বাউন্ডারিতে ১২ রান করে সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব।
আউট হবার আগে ১ টি করে চার ও ছয়ে ১৭ রান করেন নুরুল হাসান সোহান। শেষমেশ ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রান করে শেষ হয় সফরকারীদের ইনিংস। ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
বাংলাদেশ ‘এ’ দল ৩২২/৯ (৫০), সাইফ ১১৭, নাইম ৬৬, শান্ত ২, বিজয় ১৫, মিঠুন ৩২, আফিফ ১২, সোহান ১৭, আরিফুল ৬, রনি ৮, সানজামুল ১২*, এবাদত ৩*; বিশ্ব ফার্নান্দো ৬৯/৩, শিরান ফার্নান্দো ৫০/৪, আপোন্সো ৬১/১।