

সাবেক প্রোটিয়া ক্রিকেটার জন্টি রোডস ও অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি কে কোচিং স্টাফে পাবার চেষ্টা করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। মূলত জন্টি রোডসকে ফিল্ডিং কোচ ও ব্রেট লি কে বোলিং কোচ হিসাবে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। শ্রীলঙ্কার জনপ্রিয় সংবাদ মাধ্যম সিলন টুডে তাঁদের সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
আধুনিক যুগের ফিল্ডিং টেকনিকে জন্টি রোডসের সুনাম বিশ্বজুড়ে। সম্প্রতি শ্রীলঙ্কার কিছু স্কুল দলকে কোচিং করিয়ে গেছেন জন্টি রোডস। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই সেরা দলের তকমা পাবার ভিশন নিয়ে নামা শ্রীলঙ্কা ক্রিকেট তাঁদের সর্বোচ্চ চেষ্টা করছে জন্টি রোডসকে সিনিয়র টিমের ক্রিকেটার ও কোচদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করার ব্যবস্থা করতে।
একই কথা প্রযোজ্য ব্রেট লির ক্ষেত্রে। খেলোয়াড়ি জীবনে ছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস। এসএলসি চাচ্ছে শ্রীলঙ্কার পেসারদের তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানভান্ডারের সান্নিধ্যে আনতে।
পাকিস্তান সফরে মোটামুটি মানের দল নিয়ে যেয়ে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।