

জাতীয় লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন আজ (১১ অক্টোবর) প্রায় সব ভেন্যুতেই দিনের শুরুতে খেলা মাঠে গড়ালেও রাজশাহীতে শুরু হয় বেলা তিনটায়। যে কয় ওভার খেলা হয়েছে তাতে সিলেটের ব্যাটসম্যানদের বেশ ভালো পরীক্ষাই নিয়েছে বরিশালের বোলাররা।
জাতীয় লিগ শুরুর প্রথম দিন থেকেই বৃষ্টির বাগড়া। প্রথম দিন দেশের চার ভেন্যুর মধ্যে কেবল মিরপুর ও ফতুল্লাতে বল মাঠে গড়িয়েছিল। তবে দুই জায়গাতেই খেলা হয়েছে থেমে থেমে। রাজশাহীতে সিলেট বনাম বরিশালের ম্যাচে প্রথম বল গড়ায় আজ দ্বিতীয় দিনের শেষ সেশনে। ৩১ ওভারে যেখানে সিলেটের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৬৮ রান।
টস জিতে ফিল্ডিং নেন বরিশাল কাপ্তান ফজলে রাব্বি মাহমুদ। অধিনায়কের সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করতে বেশি সময় নেননি পেসার কামরুল ইসলাম রাব্বি। ২১ রানেই ফেরান দুই ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ও তৌফিক খানকে । ইমতিয়াজ ফেরেন ১৮ বলে ৬ তৌফিক ৩৩ বলে ১৬ রান করে।
কামরুল ইসলাম রাব্বির সাথে পরে উইকেট শিকারে যোগ দেন আরেক পেসার তৌহিদুল ইসলামও। ৩৩ রানের মাথায় রাহাতুল ফেরদৌসকে (৪) ফেরান তৌহিদুল। এরপর অবশ্য বাকী সময় নির্বিঘ্নেই কাটান জাকির হোসেন ও অধিনায়ক অলক কাপালি।
দুজনে চতুর্থ উইকেট জুটিতে ৩২ রান তুলে অবিচ্ছেদ্য থাকেন । দুজনেই খেলেছেন পুরোপুরি টেস্ট মেজাজে , ৬২ বলে ৩২ রানে জাকির হোসেন ও ৬৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন অলক কাপালি।
সংক্ষিপ্ত স্কোরঃ দ্বিতীয় দিন শেষে
সিলেট প্রথম ইনিংস ৬৮/৩ (৩১ ওভার), ইমতিয়াজ হোসেন ৬, তৌফিক খান ১৮, রাহাতুল ফেরদৌস ৪, জাকির হোসেন ৩২*, অলক কাপালি ৮*; কামরুল ইসলাম রাব্বি ১৩/২, ত্তৌহিদুল ইসলাম ২৬/১, মোসাদ্দেক হোসেন ১৫/০, মনির হোসেন ৮/০, তানভীর ইসলাম ৪/০, মোহাম্মদ আশরাফুল ১/০।