

৪, ১৫, ২৭, ৩০, ৫২, ৬৩, ৭৫, ১১৬, ১১৯, ১৪১, ১৬৯, ২০০, ২১১, ২৩৫, ২৪৩, ২৫৪*- মোট ১৫ বার টেস্টে ভিরাট কোহলি নিজের পূর্ব সেরা ইনিংস টপকেছেন। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। কোহলির ক্যারিয়ার সেরা রান করার দিনে ৫ উইকেটে ৬০১ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।
টেস্টে সর্বোচ্চ বার নিজের পূর্ব সেরা স্কোর টপকে যাওয়া-
১৫- ভিরাট কোহলি
১১- দিলীপ ভেংসরকার
১০- কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, ড্যামিয়েন মার্টিন
এই দিয়ে মোট ১০ বার অধিনায়ক ভিরাট কোহলির অধীনে ৬০০ বা তাঁর বেশি রান করলো ভারত।
কোন অধিনায়কের অধীনে সবচেয়ে বেশি দলীয় ৬০০ ছাড়ানো স্কোর-
১০- ভিরাট কোহলি
৫- অ্যালান বোর্ডার, মাহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলি, গ্রায়েম স্মিথ
এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৩ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। সেটিই ছিলো সাদা পোশাকে তাঁর সর্বোচ্চ। আজ লাল বলের ক্রিকেটে ২০১৯ সালে পাওয়া প্রথম সেঞ্চুরিকে রূপ দিলেন ২৫৪* রানের ইনিংসে।
Highest test score for @imVkohli #INDvSA #INDvsSA pic.twitter.com/cuPDlZttdX
— Cricket97 (@cricket97bd) October 11, 2019
পুনেতে ৩ উইকেটে ২৭৩ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করেছিলো ভারত। ১৮ রান করে আজিঙ্কা রাহানে ও ৬৩ রান করে ভিরাট কোহলি অপরাজিত ছিলেন।
আজ দ্বিতীয় দিনে এসে ব্যক্তিগত ৫৯ রান করে আউট হন রাহানে। ৬ নম্বরে নেমে ১০৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৯১ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। জাদেজা আউট হবার সাথে সাথেই ইনিংস ঘোষণা করেন কোহলি।
সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):
ভারত ১৫৬.৩ ওভারে ৬০১/৫ (ইনিংস ঘোষণা), মায়াঙ্ক আগারওয়াল ১০৮, রোহিত শর্মা ১৪, চেতেশ্বর পুজারা ৫৮, ভিরাট কোহলি ২৫৪*, আজিঙ্কা রাহানে ৫৯, রবীন্দ্র জাদেজা ৯১; রাবাদা ৯৩/৩, মহারাজ ১৯৬/১, মুতুস্বামী ৯৭/১।