

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টিতে ভেসে গিয়েছিলো রংপুর ও খুলনার মধ্যকার প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনেও ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের চেয়ে ঘন্টা দেড়েক পরে।
টসে জিতে আগে রংপুরকে ব্যাট করতে পাঠান খুলনা বিভাগীয় দলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। ইনিংসের প্রথম বলেই মাইশুকুর রহমানকে বোল্ড করে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পেসার আল আমিন হোসেন।
অপর ওপেনার হামিদুল ইসলাম ও তিনে নামা মাহমুদুল হাসান পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ। ৪৭ বলে ১ চারে ১৬ রান করা হামিদুল ইসলামকে বোল্ড করে ৩০ রানের জুটি ভাঙেন আল আমিন। অভিজ্ঞ নাইম ইসলাম এরপর হাল ধরেন দলের। মাহমুদুলের সঙ্গে গড়েন ৩১ রানের জুটি। মাহমুদুলকে এলবিডব্লিউ করে নিজের প্রথম উইকেটের দেখা পান আব্দুর রাজ্জাক।
পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রংপুর অধিনায়ক নাসির হোসেন বেশীক্ষণ টিকতে পারেননি। ১৮ বলে চার রান করে ফিরেছেন প্রতিপক্ষ দলের অধিনায়কের বলে বোল্ড হয়ে।
প্রতিবেদন লেখার সময় খুলনায় চা বিরতিতে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। উইকেটে দুই অপরাজিত ব্যাটসম্যান তানবীর হায়দার ও নাইম ইসলাম।