

চলমান পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ সালে নিজের প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ভার্নন ফিল্যান্ডারকে চার মেরে পূর্ণ করেছিলেন সেঞ্চুরি। কেশব মহারাজকে চার মেরে পার করেন ১৫০ রানের গন্ডি। আর তাতেই অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ১৫০ ছাড়ানো ইনিংস (টেস্টে) খেলা ক্রিকেটার হবার গৌরব অর্জন করেছেন কোহলি।
অধিনায়ক হিসাবে টেস্টে সর্বোচ্চ ১৫০ ছাড়ানো ইনিংস-
৯- ভিরাট কোহলি (ভারত)
৮- স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)
৭- মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
৬- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), বব সিম্পসন (অস্ট্রেলিয়া), স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)
৫- মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত), অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড), সুনীল গাভাস্কার (ভারত), ডেভিড গোয়ার (ইংল্যান্ড), গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)।
সবমিলিয়ে এটি টেস্ট ক্রিকেটে কোহলির ১০ম ১৫০ ছাড়ানো রানের ইনিংস। ভারতের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ।
ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ১৫০ ছাড়ানো ইনিংস-
২০- শচীন টেন্ডুলকার
১৪- ভিরেন্দর শেবাগ
১২- সুনীল গাভাস্কার
১১- রাহুল দ্রাবিড়
১০- ভিরাট কোহলি।
এমনিতে অধিনায়ক হিসাবে টেস্টে সবচেয়ে বেশি ২০০ ছাড়ানো রানের ইনিংস খেলার রেকর্ডও ভিরাট কোহলির (৬) দখলে।
আরো পড়ুনঃ পন্টিংকে ধরে ফেললেন কোহলি।