

পুনে টেস্টে ভার্নন ফিল্যান্ডারকে চোখ জুড়ানো এক স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি (৪) মেরে তিন অঙ্কের রান পূর্ণ করলেন। ব্যাট উচিয়ে ধরলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। সেঞ্চুরি করে কোহলির ব্যাট উচিয়ে ধরা খুবই পরিচিত দৃশ্য। তবে সাদা পোশাকে এটিই ২০১৯ সালে কোহলির প্রথম সেঞ্চুরি।
#KingKohli ✌💪 pic.twitter.com/x5A2wNZwcM
— BCCI (@BCCI) October 11, 2019
এটি ভিরাট কোহলির টেস্ট ক্রিকেটে ২৬ তম সেঞ্চুরি। টপকে গেছেন ইনজামাম উল হককে। ধরে ফেলেছেন গ্যারি সোবার্স ও স্টিভ স্মিথকে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে এটি কোহলির ৬৯ তম সেঞ্চুরি।
এই সেঞ্চুরি করে রিকি পন্টিংকে ধরে ফেলেছেন কাপ্তান কোহলি। অধিনায়ক হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি এখন কোহলির (পন্টিংয়ের সাথে)। অধিনায়ক হিসাবে ১৯ টি সেঞ্চুরি করতে পন্টিংয়ের যেখানে খেলতে হয়েছিলো ১৪০ ইনিংস, কোহলির খেলা লেগেছে মাত্র ৮৩ ইনিংস।
টেস্ট ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ সেঞ্চুরি-
২৫- গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
১৯- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত)
১৫- অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া), স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
১৪- ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)
ইনিংসের বিচারে ২৬ টি টেস্ট সেঞ্চুরি করতে কোহলি চতুর্থ দ্রুততম।
দ্রুততম সময়ে ২৬ টি টেস্ট সেঞ্চুরি-
৬৯ ইনিংস- স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)
১২১ ইনিংস- স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
১৩৬ ইনিংস- শচীন টেন্ডুলকার (ভারত)
১৩৮ ইনিংস- ভিরাট কোহলি (ভারত)
১৪৪ ইনিংস- সুনীল গাভাস্কার (ভারত)