

ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তির মেয়াদ শেষ, দুই পক্ষের দফায় দফায় বৈঠকে আসেনি কোন ইতিবাচক ফল। শেষ পর্যন্ত নিজেদের ব্যবস্থাপনায় বিপিএল আয়োজনের সিদ্ধান্ত বিসিবির। কিন্তু সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি হওয়া ক্রিকেটাররা পড়েছে বিপাকে। কেউ কেউ ইতোমধ্যে নাম লিখিয়েছে ভিন্ন কোন ফ্র্যাঞ্চাইজি লিগেও।
এমন ঘটনার পর বিপিএলে বিদেশী ক্রিকেটারদের আগ্রহ কমেছে বলেই ধারণা করা হচ্ছিল। বড় তারকাদের বিসিবি টুর্নামেন্টের অংশ করবে কিনা এ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কিন্তু আজ (১০ অক্টোবর) বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুব আনাম জানিয়েছেন বিপিএল খেলতে বিদেশীদের আগ্রহ কমেনি একটুও।
মিরপুরে আজ (১০ অক্টোবর) বিপিএলের স্পন্সর হওয়ার আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক বিবৃতিতে বিপিএল খেলতে বিদেশী ক্রিকেটারদের আগ্রহ নিয়ে জানান বিসিবির এই পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতোমধ্যে ৪০০ এর কাছাকাছি বিদেশী খেলোয়াড় বিপিএল ড্রাফটের জন্য আগ্রহ প্রকাশ করেছে। আর ড্রাফটের জন্য যেটা প্রধান যে বিদেশী খেলোয়াড়দের অন্তর্ভূক্তি সেটা কিন্তু ৩৯০ ছাড়িয়ে গেছে।’
বিপিএল খেলতে বিদেশীদের অনাগ্রহের কথা সঠিক নয় বলে তিনি আরও যোগ করেন, ‘সুতরাং আপনি বুঝতে পারছেন এখনো বিপিএলের প্রতি আন্তর্জাতিক খেলোয়াড়দের আগ্রহ নিয়ে অনেকেই বলেছে নিরাশা, সেটা কিন্তু নেই। আমরা যে পরিমান প্লেয়ার এবং যাদেরকে পাচ্ছি সত্যি এটা আশাব্যঞ্জক।’
শুধু বিদেশী ক্রিকেটার নয় আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী মাহবুব আনাম। মূলত বিশ্বের শীর্ষস্থানীয় কোচদের আগ্রহ প্রকাশ তাকে আশাবাদী করেছে উল্লেখ করে বলেন, ‘আমরা প্রতিটি দলে আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ দিবো। যে যে কোচ বিপিএলে অন্তর্ভূক্ত হতে চেয়েছে তারাও নাম পাঠিয়েছে। যারা কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তাদের অনেকেই তারকা বলা যায়। কিন্তু এখনই তাদের নাম বলতে চাচ্ছিনা কারণ নাম বলকে এটা অনেকেটা প্রি সিলেকশন হয়ে যায়।’