

২১তম জাতীয় লিগের প্রথম রাউন্ড মাঠে গড়ালো আজ (১০ অক্টোবর ) থেকে, মিরপুরে দ্বিতীয় স্তরের ম্যাচে (টায়ার-২) মাঠে নেমেছে তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগ ও মাহমুদউল্লাহর ঢাকা মেট্রো। জাতীয় লিগের আজকের চারটি ম্যাচের মধ্যে মিরপুরের ম্যাচটিই শুরু হয়েছে নির্ধারিত সময়ে।
শুরুতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছেন চট্টগ্রামের দুই ওপেনার সাদিকুর রহমান ও তিন বছর পর জাতীয় লিগ খেলতে নামা তামিম ইকবাল। তবে সাদিকুরের চাইতেও বেশ নিয়ন্ত্রিত মেজাজে খেলছেন তামিম ইকবাল।
সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১৪.১ ওভার শেষে বিনা উইকেটে ৪৫। তামিম ইকবাল ৪৬ বলে ১৫ ও সাদিকুর ৪০ বলে ২৪ রানে আছেন অপরাজিত।
চলতি জাতীয় লিগের আকর্ষণই বলা হচ্ছে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের অংশগ্রহণ। তবে তামিমের জন্য জাতীয় লিগের গুরুত্বটা আরও বেশি। বিশ্বকাপ থেকেই টানা ব্যর্থতার বলয়ে আঁটকে আছেন তামিম ইকবাল। লঙ্কা সফরের ভরাডুবির পরতো নিজেকে ফিরে পেতে নিয়েছেন ছুটিও।
ছুটি শেষে ফিরেই নিরবে ঘাম ঝরিয়েছেন দেশসেরা এই ওপেনার। ওজনও কমিয়েছেন চোখে পড়ার মত। ভারত সফরের আগে তামিমের রানে ফেরাটা যেমন আত্মবিশ্বাস বাড়াবে তার নিজের তেমনি দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠার লড়াইয়ে নামা চট্টগ্রামকেও এনে দিতে পারে ভালো শুরু।