

জাতীয় লিগের ২১ তম আসর শুরু হচ্ছে আগামীকাল (১০ অক্টোবর) থেকে। এবারের আসরের মূল আকর্ষণ প্রথম দুই-তিনটি রাউন্ডে খেলবেন জাতীয় দলের তারকারা। প্রথম রাউন্ডেই মাঠে নামছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মত তারকা ক্রিকেটাররা। তরুণ ক্রিকেটারদের জন্য তামিমের সাথে ড্রেসিংরুম শেয়ার করার চাইতে বড় কিছু হতে পারেনা বলে মত চট্টগ্রাম কোচ আফতাবের।
প্রথম রাউন্ডের ম্যাচে মিরপুরে আগামীকাল (১০ অক্টোবর) মুখোমুখি হচ্ছে মুমিনুল-তামিমের চট্টগ্রাম ও মাহমুদউল্লাহর ঢাকা মেট্রো। দলগুলোর কোচরা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ টুর্নামেন্টকে করবে আরও আকর্ষণীয়। কদিন আগে ঢাকা মেট্রো কোচ তালহা জুবায়ের যেমন বললেন, ‘আমার দলে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবে এটা দলের অন্যান্য ক্রিকেটারদের অনুপ্রেরণা জুগাবে। ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জাতীয় দলে নিয়মিত খেলছে।’
চট্টগ্রাম কোচ আফতাব যেন তামিমকে পেয়ে আরও বেশি রোমাঞ্চিত, আজ (৯ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের বলেন ‘এটা অনেক বড় পাওয়া। কালকে সম্ভবত আমাদের ৪-৫ জনের অভিষেক হবে। যাদের অভিষেক হবে তারা তামিম ইকবালের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবে, এটার চেয়ে বড় ব্যাপার আর কিছু হতে পারে না।’
তামিমের জাতীয় লিগ খেলাটা চট্টগ্রাম বিভাগের জন্যই ইতিবাচক উল্লেখ করে আফতাব আরও যোগ করেন, ‘আরেকটা কথা হচ্ছে অনেক দিন পর ও আসছে। ও ভালো কিছু করার জন্যই এসেছে আশা করি। তাহলে চট্টগ্রামের জন্য ভালো হবে। আমাদের ক্রিকেটারদের জন্যেও ভালো হবে। আমরা তামিমকে নিয়ে অনেক উত্তেজিত।’
বিশ্বকাপ থেকে টানা ফর্মহীনতায় তামিম ইকবাল। এ নিয়ে কম সমালোচনাও সইতে হয়নি ড্যাশিং এই ওপেনারকে। তবে নিজেকে ফিরে পেতে লঙ্কা সফরের পরই বোর্ড থেকে নিয়েছেন ছুটি, ফিরে এসে নিরবে চালিয়ে গেছেন অনুশীলন। আফতাবও বিশ্বাস করেন বেশ ভালোভাবেই ফিরবেন দেশ সেরা ওপেনার, ‘সত্যি কথা বলতে ওর সঙ্গে আজকেই আমার দেখা হল। আপনারা জানেন যে ও ট্রেইনার-ফিজিও নিয়ে আলাদাভাবে কাজ করছিল। ও যেভাবে প্রস্তুতি নিয়েছে, আমার কাছে মনে হয় ও খুব ভালোভাবে ফিরে আসবে। ‘