

জাতীয় লিগের আসন্ন আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল (১০ অক্টোবর) থেকে। মিরপুরে আজ (৯ অক্টোবর) হয়েছে ট্রফি উন্মোচনও। ট্রফি উন্মোচন শেষে উপস্থিত তিন দলের অধিনায়ক জানিয়েছেন নিজেদের লক্ষ্যের কথা। এছাড়া অনুশীলন শেষে মিরপুর একাডেমি মাঠে ঢাকা মেট্রোর অলরাউন্ডার ইলিয়াস সানিও সাংবাদিকদের জানিয়েছেন লক্ষ্যের কথা।
সচরাচর ঘরোয়া লিগের ট্রফি উন্মোচনের দৃশ্য বাংলাদেশের ক্রিকেটে বিরল। তবে আজ (৯ অক্টোবর) উন্মোচিত হয়ে গেল ২১ তম জাতীয় লিগের ট্রফি। উপস্থিত ছিলেন টায়ার-২ এর দল চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক , ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব ও টায়ার-১ এর দল ঢাকা বিভাগের অধিনায়ক নাদিফ চৌধুরি।
নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে প্রায় সবার মুখে একই সুর। চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল যেমন বললেন, ‘এবার লক্ষ্য টায়ার-১ এ যাওয়া, এরপর আস্তে আস্তে পরেরবার অন্য কিছু নিয়ে ভাববো। ভালো ক্রিকেটই আসলে খেলতে চাই। আর ব্যাখ্যা করতে গেলে বলতে হয় আমাদের যে দল, তামিম ভাই আছে। ভালো মানের কিছু ব্যাটসম্যান, বোলার বিশেষ করে নাইমের মত স্পিনার। আশাকরি ভালো কিছুই হবে।’
ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর আগে বিসিবির নেওয়া পদক্ষেপ আশা দেখাচ্ছে ভিন্ন এক জাতীয় লিগের, ‘আসলে একটা দল যখন প্রতিযোগিতায় আসে তাদের মূল লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়া। আপাতত টায়ার-২ থেকে টায়ার-১ এ উন্নতি হওয়াই আমাদের এবারের লক্ষ্য। এ বছর আশা করতেছি ভিন্ন কিছু হতে পারে। কারণ যেভাবে পরীক্ষা টরীক্ষা (বিপ টেস্ট) , ট্রফি উন্মোচন হল সবমিলিয়ে অন্যরকম হবে বলেই আশাকরি।’
নিজেদের শক্তির জায়গা জানান দিতে গিয়ে টায়ার-১ এর দল ঢাকা বিভাগ অধিনায়ক নাদিফ চৌধুরী বলছেন, ‘প্রত্যেক দলই চায় চ্যাম্পিয়ন হতে। আগেরবার টায়ার-২ এ ছিলাম, চ্যাম্পিয়ন হয়ে টায়ার-১ এ উঠে আসছি। একটা বছরই আমরা টায়ার-২ এ খেললাম অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের শক্তির জায়গা বলবো গত ৬-৭ বছর মোটামুটি একটি দল নিয়েই খেলছি। কয়েকটা পেস বোলার আসছে যারা বর্তমান জাতীয় দলে খেলে এসেছে। সবমিলিয়ে আমাদের টিম কম্বিনেশনটা খুব ভালো।’
এদিকে ঢাকা মেট্রোর স্পিন অলরাউন্ডার ইলিয়াস সানিও জানিয়েছেন দল হিসেবে তাদের লক্ষ্যের কথা, ‘আমি সবসময় মনে করি যে চার দিনের ক্রিকেটে আপনাকে প্রথম ইনিংসে সবসময় ভালো খেলতে হবে। প্রথম ইনিংসে ভালো করলে ম্যাচটায় ফলাফল বের করা সহজ। ভালো খেলা সম্ভব। ঢাকা মেট্রো যতদিন ধরে খেলছে দেখা যায় যে, আমরা প্রথম ইনিংসের চাইতে দ্বিতীয় ইনিংসেই বেশি ভালো করি। এবার আমরা চেষ্টা করব যে, ব্যাটিং এবং বোলিং মিলিয়ে আমাদের প্রথম ইনিংসটি যেন ভালো হয়।’