

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিলো বাংলাদেশ ‘এ’ দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সাইফ হাসান ও নাইম শেখ। ৩.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে আসে ৮ রান। ১৩ বলে ২ রান করে আউট হন নাইম শেখ। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে সাইফ হাসান ও নাজমুল হোশেন শান্ত। ৯ম ওভারের শেষ বলে আউট হন শান্ত। ২৩ বলে ৫ চারে ২৪ রান করেন তিনি।
চারে নামা এনামুল হক ৫ রান করে চামিকা করুনারনের বলে বোল্ড হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ (৪৮ বলে ৪ চারে) রান করে আউট হন সাইফ হাসান। এরপর ব্যাটসম্যানরা আর কেউই ওভাবে দাঁড়াতে পারেননি। ৪৫ বলে ১ চারে ২১ রান করেন কেবল অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আফিফ হোসেন ১১, আরিফুল হক ৫, সানজামুল ইসলাম ৬*, আবু হায়দার রনি ১ রান করেন। কোন রান না করে আউট হন মেহেদী হাসান রানা ও আবু জায়েদ চৌধুরী রাহি।
১০২ রানে ৪ উইকেট থেকে দেখতে দেখতে ১১৬ তে শেষ হয় সফরকারীদের ইনিংস। শেষ ৬ উইকেটের বিনিময়ে কেবল ১৪ রান করতে পারে বাংলদেশ ‘এ’ দল।
৩৩.৩ ওভারে ১১৬ রান করেই অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ৪ উইকেট নেন আসান প্রিয়ঞ্জন। ২ টি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও রমেশ মেন্ডিস। এছাড়া শিরান আর্নান্দো ও আমিলা আপোন্সো ১ টি করে উইকেট শিকার করেন।
১১৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে একটি করে উইকেট নেন আবু জায়েদ চৌধুরী রাহি, আবু হায়দার রনি ও মেহেদী হাসান রানা।
২৬ তম ওভারেই ৩ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছায় আসান প্রিয়ঞ্জনের নেতৃত্বাধীন দল। বল হাতে ৪ উইকেট নেবার পর ব্যাট হাতে ৫০ রান করে অপরাজিত থাকেন আসান প্রিয়ঞ্জন।