

টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বর দল হয়েও অষ্টম স্থানের খর্ব শক্তির শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হার। ওয়ানডে সিরিজ জিতলেও মিসবাহ উল হককে পাকিস্তানের সীমিত ওভারের সংস্করণে কোচ হিসেবে মানতে নারাজ সাবেকরা। শোয়েব আখতারের পর দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলিও করলেন মিসবাহর সমালোচনা, ছুড়ে ফেলার পরামর্শ শেহজাদ-আকমলকে।
দীর্ঘদিন পর বড় পরিসরে ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। ওয়ানডে সিরিজে লঙ্কানদের বিপক্ষে দাপটের সাথে জিতলেও প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টিতে শঙ্কা আছে ধবলধোলাইয়ের। মূলত কোচ মিসবাহর রক্ষণাত্মক মানসিকতাকেই দায়ী করছেন বাসিত আলি। অর্থ বাঁচাতে মিসবাহকে তিন ফরম্যাটে দায়িত্ব দিয়েছে বোর্ড মন্তব্য করেন শোয়েন আখতার।
২০১৮ সালে ১৯ ম্যাচের ১৭ টিতে জয় পাওয়া পাকিস্তান চলতি বছর ৬ ম্যাচে হেরেছে ৫ টিতে। তবে র্যাংকিংয়ে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার অনেকটা দ্বিতীয় সারির দলের কাছে টানা দুই ম্যাচে হার মানতে পারছেনা ভক্ত-সমর্থকরা। সমালোচনা করছেন বিশ্লেষকরাও৷
৪৮ বছর বয়সী দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলি মিসবাহকে সীমিত ওভারের খেলায় অযোগ্য কোচ মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখেন মিসবাহকে দিয়ে সীমিত ওভারের খেলায় ভালো ফল আনা সম্ভব নয়। কারণ তার রক্ষনশীল মানসিকতা। সে টেস্টে হয়তো ভালো করবে, যেখানে সে নিজেও খেলোয়াড়ি জীবনে ভালো করেছে।’
দীর্ঘদিন পরে সুযোগ পেয়ে উমর আকমল উপহার দিয়েছেন টানা দুই গোল্ডেন ডাক। মোহাম্মদ শেহজাদ দুই ম্যাচে করেছেন ১৭ রান। দেশের ক্রিকেটের ভালোর জন্য দুজনকেই ছেঁটে ফেলার পরামর্শ পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট ও ৫০ ওয়ানডে খেলা বাসিতের, ‘মনে আছে কিনা জানিনা। গত বিশ্বকাপের সময় আমি বলেছি হাফিজ ও মালিককে বাদ দেওয়ার জন্য। কারণ এখন আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। ঠিক একই কথা আমি আকমল ও শেহজাদের ক্ষেত্রেও বলি।’