

অনেক চেষ্টার ফলস্বরূপ ঘরের মাঠে কোন দলকে তুলনামূলক দীর্ঘ সফরে নিতে পেরেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজ আধিপত্য বিস্তার করে জিতলেও লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই খেই হারিয়ে বসেছে সরফরাজের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে খর্বশক্তির শ্রীলঙ্কা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার (৭ অক্টোবর) রাজাপাকশের ৭৭ রানের ঝড়ো ইনিংসে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ১৮৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয়। ৪ চার ৬ ছক্কায় ৪৮ বলে ইনিংসটি খেলেন রাজাপাকাশে। তাকে যোগ্য সঙ্গ দেন শিহান জয়সুরিয়া দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৯৪ রান। ২৮ বলে ৪ চারের সাহায্যে ৩৪ রান করেন জয়সুরিয়া। এছাড়া বলার মত রান অবশ্য করতে পারেনি অন্য ব্যাটসম্যানরা, শ্রীলঙ্কা থামে ৬ উইকেটে ১৮২ রানে।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ব্যাটসম্যানদের ব্যর্থতায় টি-টোয়েন্টির এক নম্বর দল হয়েও ঘরের মাঠে হারতে হয় ম্যাচের সাথে সিরিজও। চলতি বছর খেলা ৬ টি-টোয়েন্টিতে এটি তাদের পঞ্চম হার। অথচ আগের বছর ১৯ ম্যাচে জিতেছে ১৭ টিতে। আগের ম্যাচ গোল্ডেন ডাক মেরে ভুলে যাওয়ার মত রেকর্ড করা আকমল বাজে ডাকের রেকর্ডে নিজেকে গেছেন ছাড়িয়ে। ৫২ রানে ৫ উইকেট হারানো পাকিস্তান ১৪৭ পর্যন্ত যেতে পারে ইমাদ ওয়াসিমের ২৯ বলে ৪৭ রানে ভর করে।
লঙ্কান পেসার নুয়ান প্রদীপ একাই চার উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন পাকিস্তানকে। আসিফ আলির ব্যাট থেকে আসে ২৯ ও অধিনায়ক সরফরাজ করেন ২৬ রান। নুয়ান প্রদীপের চার উইকেট ছাড়াও উদানা নেন দুটি ও হাসারাঙ্গার শিকার তিন উইকেট।
প্রথমবারের মত পাকিস্তান কোন টি-টোয়েন্টি সিরিজে পরপর দুই ম্যাচে অলআউট হয়েছে। এদিন অবশ্য সবচেয়ে বাজে রেকর্ডের সঙ্গী হয়েছে উমর আকমল। আগের ম্যাচেই গোল্ডেন ডাকে ফিরে আফ্রিদিকে পেছনে ফেলে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ডাকের রেকর্ড গড়েন। সবমিলিয়ে ছিলেন দুইয়ে। সোমবার (৭ অক্টোবর) প্রথম বেই হাসারাঙ্গার শিকার হয়ে ফিরলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাকের রেকর্ডে আসে পরিবর্তন। ১০ টি ডাক নিয়ে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড ভাগাভাগি করছেন তিলেকরত্ন দিলশানের সাথে।
৬ টি গোল্ডেন ডাক নিয়ে সর্বোচ্চ গোল্ডেন ডাকের রেকর্ড এখন উমর আকমলের। এছাড়া সবধরনের টি-টোয়েন্টিতে ২৬ টি ডাক নিয়ে তৃতীয় স্থান থেকে উঠে এসেছেন দুইয়ে, সঙ্গী হিসেবে পেয়েছে ক্রিস গেইলকে। আগের ম্যাচেই ২৫তম ডাক মেরে বড় ভাই কামরান আকমলকে নিয়ে যৌথভাবে দুইয়ে ছিলেন উমর আকমল। ২৮ টি ডাক নিয়ে সবধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাকের রেকর্ডটি অবশ্য রয়েছে ডোয়াইন স্মিথের দখলে।