

১০ ম্যাচে ঠিক সবকটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অপরদিকে ৫ ম্যাচ জিতে তালিকার দুই নম্বরে সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আজ মাঠে নেমেছে প্রথম কোয়ালিফায়ারে।
জিতলেই ফাইনাল এমন সমীকরণের ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক শোয়েব মালিক।
ব্রেন্ডন কিংয়ের দাপুটে সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৭২ বলে ১০ চার, ১১ ছয়ে ১৩২ রান করে অপরাজিত থাকেন ব্রেন্ডন কিং, গায়ানা থামে ৩ উইকেটে ২১৮ রান তুলে।
বার্বাডোসের হয়ে জবাব দিতে নামেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লস ও অ্যালেক্স হেলস। পঞ্চম ওভারে ইমরান তাহিরের করা প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেন করতে নামা জনসন চার্লস। তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলে দৌড়ে নেন তিন রান।
শেষমেশ ৯ বলে ৫ রান করে শোয়েব মালিকের বলে আউট হন সাকিব।
এর আগে গায়ানার ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব আল হাসান। প্রথম বলে হেমরাজ স্বাচ্ছন্দ্যে খেলতে না পারলেও চার রানের দেখা পান। বাকি থাকা ৫ বলের ৩ টি ডট দেন সাকিব। সাকুল্যে ৬ বল থেকে ৬ রান দেন তিনি।
দ্বিতীয় ওভারের শেষ বলে বাউন্ডারি হজম করেন সাকিব। সে ওভার থেকে আসে ৭ রান।
১২ তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন সাকিব। কোন বাউন্ডারি ছাড়া সেই ওভার থেকে সাকিব হজম করেন ৪ রান।
১৬ তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন সাকিব। প্রথম দুই বলেই টানা দুই ছক্কা মারেন শোয়েব মালিক। পরে শেষ ৩ বলে স্ট্রাইক পাওয়া ব্রেন্ডন কিং মারেন তিন বাউন্ডারি (৪, ৬, ৬)। ১ ওভারেই ২৯ রান হজম করে বসেন সাকিব।
৪ ওভার শেষে সাকিবের বোলিং ফিগার- ৪-০-৪৬-০৷