

গতকাল রাজধানীর এক অভিজাত হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ম্যাক্স বিএসপিএ অ্যাওয়ার্ড নাইটে মোট ভিন্ন ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গুলাম মোহাম্মদ আলমগির। প্রবীণ দুই সাংবাদিক আল আমিন ও তালহা বিন নজরুলকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
যারা জিতলেন ক্রীড়া সাংবাদিকতার সম্মানের পুরস্কারঃ
বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক (২০১৮)- ‘তৌফিক আজিজ খান ট্রফি’
বিজয়ী- তারেক মাহমুদ (প্রথম আলো)
প্রথম রানার আপ- সনৎ বাবলা (কালের কণ্ঠ)
দ্বিতীয় রানার আপ- সাদমান সাকিব (চ্যানেল ২৪)

বর্ষসেরা সাক্ষাৎকার- ‘আতাউর হক মল্লিক ট্রফি’
বিজয়ী- মাসুদ পারভেজ (কালের কণ্ঠ)
প্রথম রানার আপ- নোমান মোহাম্মদ (কালের কণ্ঠ)
দ্বিতীয় রানার আপ- মোহাম্মদ ইসাম (ইএসপিএন ক্রিকইনফো)
সেরা ফিচার রিপোর্ট- ‘রনজিৎ বিশ্বাস ট্রফি’
বিজয়ী- সাদমান সাকিব (চ্যানেল ২৪)
প্রথম রানার আপ- ফারজানা জহির (ডিবিসি)
দ্বিতীয় রানার আপ- শেখ আশিক (এটিএন নিউজ)
সেরা এক্সক্লুসিভ রিপোর্ট- ‘বদিউজ্জামান ট্রফি’
বিজয়ী- তারেক মাহমুদ (প্রথম আলো)
প্রথম রানার আপ- সনৎ বাবলা (কালের কণ্ঠ)
দ্বিতীয় রানার আপ- রফিকুল ইসলাম (জাগোনিউজ২৪.কম)
সেরা সিরিজ রিপোর্ট-
বিজয়ী- রাহেনুল ইসলাম (কালের কণ্ঠ)
প্রথম রানার আপ- সনৎ বাবলা (কালের কণ্ঠ)
দ্বিতীয় রানার আপ- রফিকুল হায়দার ফরহাদ (নয়া দিগন্ত)
সেরা ফটোগ্রাফার-
বিজয়ী- ফিরোজ আহমেদ (ডেইলি স্টার)
প্রথম রানার আপ- শামসুল হক টেংকু (প্রথম আলো)
দ্বিতীয় রানার আপ- নাজমুল হক বাপ্পি (ইত্তেফাক)।