

আসন্ন জাতীয় লিগ নিয়ে চলছিল ক্রিকেটারদের জোর প্রস্তুতি। আয়োজক বিসিবিও নিজেদের নিচ্ছিল গুছিয়ে, আগে থেকেই শোনা যাচ্ছিল আসতে যাচ্ছে কিছু পরিবর্তন। তবে সেসব কি তার আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি বিসিবি। আজ (৩০ সেপ্টেম্বর) বোর্ড সভার পর সাংবাদিকদের সাথে জাতীয় লিগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী, লিগ শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকে, খেলা হবে চার ভেন্যুতে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় লিগটা আমরা আগামী ১০ অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছি। আমাদের বিভিন্ন বিভাগীয় সাধারণ সম্পাদকরা এসেছে, টুর্নামেন্টটা কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এটা নিয়ে কথা হয়েছে। এছাড়া আরও কিছু অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়েছে।’
বেশ কদিন ধরেই জাতীয় লিগ ইস্যুতে আলোচনার বিষয় বিপ টেস্ট। জাতীয় লিগ খেলতে হলে ক্রিকেটারদের পেতে হবে অন্তত ১১, যা নিয়ে শঙ্কায় প্রকাশ করেছে ক্রিকেটাররা। বিসিবি কি বিপ টেস্ট মানদন্ডে নিজেদের অবস্থানেই আছে? নিজাম উদ্দিন চৌধুরী বলছেন, ‘বিপ টেস্ট নিয়ে যেটা বললাম, এটা নির্বাচকরা দেখবে। আমরাতো একটা লক্ষ্য দিয়েছি ১১, এটাই থাকবে। তবে কোন খেলোয়াড়কে যদি নির্বাচকরা বিবেচনায় রাখতে চায় সেটা ভিন্ন বিষয়।’
সাংবাদিকদের সাথে আলাপের শুরুতেই বিসিবি প্রধান নির্বাহী বলেছেন লিগ কে করতে চান আকর্ষণীয়। কি ধরণের আকর্ষণের কথা বলা হচ্ছে, ‘আকর্ষণীয় বলতে জাতীয় লিগকে যতটুক সম্ভব প্রতিযোগিতামূলক করা যায় আরকি। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার যারা দেশে থাকবে ওই সময় তাদের খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনারা জানেন আমাদের কয়েকটা দল বাইরে সফর করছে সেক্ষেত্রে কিছুটা বিপত্তিতো আছেই।’
খেলার ভেন্যু ও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বলতে গিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘চারটা ভেন্যুতে খেলা হবে, মিরপুর, বিকেএসপি, ফতুল্লা ও রাজশাহী। খেলোয়াড়দের পারিশ্রমিক বেড়েছে আগের তুলনায়। তবে সেটা কতটা এটা বলতে চাচ্ছিনা। কিছুটাতো বেড়েছে আগের চেয়ে।’
জাতীয় লিগের উইকেট নিয়ে হয় সবচেয়ে বেশি সমালোচনা। সেই উইকেটে প্রসঙ্গে প্রধান নির্বাহী জানান, ‘এছাড়া উইকেটের ব্যপারে যেটা বললেন আমরা চেষ্টা করছি স্পোর্টিং উইকেটই করার। যেটা নিয়ে বিভাগীয় সম্পাদকরাও সন্তুষ্ট, আগেরবার যেমন ছিল অনেকটা সেরকম উইকেটই হওয়ার সম্ভাবনা।’
এছাড়া লিগের টাইটেল স্পন্সর ঠিক হয়ে গেলেও এখনই বলতে নারাজ বিসিবির প্রধান নির্বাহী, ‘স্পন্সর নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছিনা, এটা আমরা আগামী ৫/৬ তারিখ আপনাদের জানাতে পারবো।’