

ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ভারতে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে পরাজয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল।

লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। আগের ম্যাচে ব্যাট করতে যেয়ে চোট পেয়ে মাঠ ছাড়া জাকির হাসান আজ নেই একাদশে। এছাড়া গত ম্যাচের সেরা একাদশ থেকে এসেছে বেশ কিছু পরিবর্তন।
পরিবর্তন এসেছে ব্যাটিং অর্ডারেও। সাইফ হাসানের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন মেহেদী হাসান। ১৩ তম ওভারে যেয়ে ভাঙে উদ্বোধনী জুটি। ৩৬ বলে ৪ চার ও ১ ছয়ে ২৫ রান করে আউট হন মেহেদী।
আগের ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে এই ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন। ৬৭ বলে ৩ চার ও ১ ছয়ে ফিফটি পূর্ণ করেন সাইফ। ঋত্বিক শকিনের বলে বোল্ড হবার আগে করেন ৬৪ রান।
৩৪.৩ ওভার খেলা হবার পর নামে বৃষ্টি। বৃষ্টিতে লম্বা সময় খেলা বন্ধ থাকার পর শুরু হলেও খেলার দৈর্ঘ্য কমিয়ে ৩৬ করা হয়। বাকি থাকা ৯ বলে ফারদিন হাসান অনি ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি মিলে করেন ৮ রান। ২ উইকেটে ১৪৯ রান নিয়ে থামেন তাঁরা।
৭২ বলে ১ টি করে চার ও ছয়ে ৪৭ রান করে অপরাজিত থাকেন ফারদিন, ১৬ বল খেলে রাব্বি অপরাজিত থাকেন ৭ রান করে।
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩৬ ওভারে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের জয়ের লক্ষ্য ২১৮ রান।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল একাদশঃ
মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ আল আমিন, সাব্বির হোসেন, ফারদিন হাসান অনি, আরিফুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, তানভির ইসলাম ও সুমন খান।
ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল একাদশঃ
বি আর শরৎ (উইকেটরক্ষক), মাধব কৌশিক, প্রিয়ম গার্গ (অধিনায়ক), হারপ্রীত ব্রার, শুভাং হেগড়ে, ঋত্বিক রয় চৌধুরী, শেঠ, আর্শদ্বীপ সিং, সম্রাট ভাস, ইয়াশাভি ভূপেন্দ্র জাইসাওয়াল ও ঋত্বিক শকিন।