

ক্রিকেট পাড়ায় এখন আলোচনা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে ঘিরে। ব্যাটসম্যান বিপ্লব কিভাবে হঠাৎ করে লেগস্পিনার বিপ্লব হয়ে উঠলেন তা নিয়ে প্রশ্ন অনেকেরই। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক রাঙিয়ে বিপ্লব এখন নিজেই সে প্রশ্নের উত্তর দিছেন।
সংবাদমাধ্যমের প্রশ্ন, এভাবে বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হবে ভেবেছিলেন? উত্তরে বিপ্লব বলেন, ‘সত্যিকার অর্থে এতো বড় কিছু তো ওভাবে ভাবি নি। ‘এ’ টিম থেকে সিলেক্টররা আমাকে সিলেক্ট করছে। এরপর ইমার্জিং সিরিজে ভালো হচ্ছিলো আল্লাহর রহমতে বোলিং। এরপর থেকেই আল্লাহর রহমতে হয়ে গেলো।’
২০ ছুঁইছুঁই বিপ্লবের কাছে সাংবাদিকরা শুনতে চাইলেন লেগ স্পিনার হয়ে ওঠার পেছনের গল্প। বিপ্লবের কথাতে অবশ্য স্পষ্ট, হুট করে বোলার বনে যাননি তিনি।
বিপ্লব বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি বোলিং করতাম। বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় বল করতাম কিন্তু মাঝে আমার কিছুটা গ্যাপ গেছে বোলিংয়ে। কাঁধের ইনজুরির কারণে আমি বোলিং করতে পারতাম না। প্রিমিয়ার লিগে খেলার সময় আমার কাঁধের ইনজুরি হয়েছিলো তারপর আমি বল করতে পারিনি। এরপর যখন ইনজুরি কাটিয়ে এইচপিতে আসি তখন সাইমন হেলমট আমার বোলিং নিয়ে কথা বলেছে। এরপর আমি ওয়াহিদ স্যারের সঙ্গে কাজ করেছি। এর আগে আমার বোলিং কিভাবে ইম্প্রুভ করা যায় সেটা নিয়ে সোহেল স্যারের সঙ্গে কাজ করেছি। স্যার আমাকে উপদেশ দিয়েছেন। আমি সোহেল স্যার ও ওয়াহিদ স্যারের কথা মেনে বোলিং টা করেছি।’
ছোট্ট ঘরোয়া লিগের ক্যারিয়ারে খুব বেশি বল করেননি। তাঁর কারণও জানালেন বিপ্লব- ‘এবারের প্রিমিয়ার লিগে আমি বল করেছি। চার ম্যাচে আমি বল করেছি, এরপর আমার কাঁধের ইনজুরির কারণে আর বল করা হয়নি।’