

গতকালের (১৮ সেপ্টেম্বর) অভিষেকে বল হাতে অমন পারফরম্যান্সের পর আমিনুল ইসলাম বিপ্লবের আজ নির্ভার থাকার কথা ছিলো। তবে ম্যাচেই পাওয়া হাতের চোট ও পরবর্তীতে সেখানে সেলাইয়ের পর একটু শঙ্কাতেই আছেন। আফগানিস্তানের বিপক্ষে ২১ সেপ্টেম্বরের ম্যাচে মাঠে নামতে পারবেন কিনা তা জানেন না তিনি। নিজে আশাবাদী হলেও তাকিয়ে থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।
টিম হোটেলে হাসিমুখেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যান্ডেজ হাতে আমিনুল ইসলাম বিপ্লব নিজের ইনজুরি সম্পর্কে বলেন, ‘হ্যাঁ, বাঁহাতে একটু ব্যথা পেয়েছি। মাসাকাদজা একটা বল সোজা জোরে মেরেছিল, সেটা আটকাতে গিয়েছিলাম, একটু লেগেছে (বাঁহাতের তালুতে) ফিল্ডিংয়ের সময়।’
বাঁহাতে বল করেন না বিপ্লব, তাঁর ওপর এখনই হাত ভালো হয়েছে বলে মনে করছেন তিনি। তবুও অপেক্ষা করছেন ফিজিও, টিম ম্যানেজমেন্টের সবুজ সংকেতের জন্য- ‘এখন আল্লাহর রহমতে ভালোই লাগছে, ব্যথা কমেছে। ফিজিওর (জুলিয়ান ক্যালেফাতো) সঙ্গে কথা বলার পর তিনি যা বলবেন, তাই করব। খেলব কি না এটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। তারা যেভাবে বলবে, সেভাবেই করব। এখন হাত ভালোই মনে হচ্ছে।’