

ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ট, বেশ সাড়া জাগিয়েই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। মূলত ভয়ডরহীন আক্রমনাত্বক ক্রিকেট খেলেই কুড়িয়েছেন সুনাম, কিন্তু এবার তাকে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলার জন্য। দিন দুয়েকের ব্যবধানে সমালোচনা সইতে হয়েছে প্রধান কোচ রবি শাস্ত্রী ও নবনিযুক্ত ব্যাটিং কোচ বিক্রম রাঠোড়ের কাছ থেকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আজ মোহালিতে অনুষ্ঠিত হবে যদিও ধর্মশালায় প্রথম ম্যাচটি বৃষ্টি বাধায় কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যাক্ত হয়েছে। আজকের ম্যাচে তরুণদের মধ্যে বেশ নজর থাকবে রিশাব পান্টের উপর। মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হতে গেলে মানসিকতার পরিবর্তন যে বেশ দরকার রিশাবের সে নিয়ে গতকাল (১৭ সেপ্টেম্বর) আবারও বললেন ব্যাটিং কোচ।
আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ শুরু করলেও সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে করেছেন বেশ হতাশ। রান না পাওয়ার চাইতে তার আউট হওয়ার ধরণ, শট নির্বাচন নিয়েই উঠেছে বেশ প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ সফরের একটি ওয়ানডে ম্যাচের উদাহরণ টেনে শাস্ত্রীতো বলেই দিলেন, ‘ত্রিনিদাদে সে যেভাবে প্রথম বলে উইকেট ছুঁড়ে দিয়ে আসলো এরকম আরেকবার হলে তাকে বেশ কড়া ভাষায় ভুল শুধরে দেওয়া হবে। সে প্রতিভাবান কি প্রতিভাবান না সেটা গুরুত্বপূর্ণ নয়।’
এবার পান্টকে আরেকবার মৃদু বার্তা দিলেন নতুন ব্যাটিং কোচ বিক্রম রাঠোড়। তিনি রিশাবের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ই ভয়ডরহীন ক্রিকেট খেলবে এটা দল আশা করে। আমরা চাই রিশাবও তার স্বাভাবিক খেলা খেলুক, তবে কোন ব্যাটসম্যান বেপরোয়া, দায় দায়িত্বহীন ক্রিকেট খেলবে এটা আসলে কেউই চাইবেনা।’
স্বাভাবিক খেলার পাশাপাশি মানসিকভাবে স্থির হওয়ার বিষয়টি জরুরী উল্লেখ করে রাঠোড় যোগ করেন, ‘এই ধরণের ক্রিকেটে আপনার মানসিকভাবে এগিয়ে থাকতে হবে। খেলার পরিকল্পনা সঠিক হতে হবে, দলের ছকটা কী সে ব্যাপারে পরিষ্কার ধারণা থাকতে হবে। সে অনুযায়ী খেলতে হবে।’