

ফর্মহীনতায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। তাঁর জায়গায় স্কোয়াডে এসেছেন নাইম শেখ, আছেন নাজমুল হোসেন শান্তও। আবার লেগ স্পিনার বিবেচনায় দলে আছেন আমিনুল ইসলাম বিপ্লব। আজ এই তিনজনের মধ্যে দুইজনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়ে যেতে পারে।
টপ অর্ডারের ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হচ্ছেন, দ্রুত উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলছে দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টপ অর্ডারে আসছে পরিবর্তন। ডানহাতি ওপেনার লিটন দাসের সঙ্গে ওপেন করতে নামতে পারেন ২০ বছর বয়সী বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ৩২ লিস্ট-এ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ১৫৪১ রান করা নাইম অবশ্য খেলেছেন ৭ টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে ২০ বছর বয়সী নাইমের রেকর্ড অতোটা সুখকর না। স্ট্রাইক রেট ৮৯.১০ এ রান মোটে ৯০।
ওদিকে গতকাল (১৭ সেপ্টেম্বর) নেটে নাইম শেখের সাথে লম্বা সময় ঘাম ঝর্যেছেন আমিনুল ইসলাম বিপ্লব। ২০ ছুঁইছুঁই বিপ্লব মূলত ব্যাটসম্যান। ১৯ লিস্ট-এ ম্যাচে ৩০.২৯ গড়ে বিপ্লবের আছে ৫১৫ রান। এই ১৯ ম্যাচের ৭ ইনিংসে মোটের ওপর ১৬২ বল করে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেললেও কখনো বল হাতে নেননি বিপ্লব।

নাইম ও বিপ্লবের জাতীয় দলের জার্সি গায়ে চেপে টি-টোয়েন্টি খেলার স্বাদ পূরণ হতে পারে আজই। আমিনুল ইসলাম বিপ্লব সেরা একাদশে থাকলে বাদ পড়তে হবে সাব্বির রহমানকে। সেরা একাদশে আসতে পারেন রুবেল হোসেন ও শফিউল ইসলামের মধ্যে কেউ একজন। সেক্ষেত্রে বাদ পড়তে হবে তাইজুল ইসলামকে। ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং এর চোট পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও গুরুতর নয় তাঁর চোট।
তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, নাইম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।