অধিনায়ক হতে রাজী মোসাদ্দেকের আছে ‘যদি, কিন্তু’

মোসাদ্দেক হোসেন সৈকত
Vinkmag ad

অধিনায়কত্ব যাবার প্রসেসটা খুব বেশি সুখকর ছিলো না মুশফিকুর রহিমের। এখন কানে ধরেছেন আর অধিনায়কত্ব নয়। সাকিব আল হাসান জানিয়েছেন অধিনায়ক না থাকলেই তিনি খুশি হন। তামিম ইকবালের অধিনায়ক হিসাবে সর্বশেষ অ্যাসাইনমেন্ট ছিলো ভুলে যাবার মতো। মাহমুদউল্লাহ রিয়াদ নেই নিজের সেরা অবস্থানে। এই অবস্থায় নতুনদের দায়িত্ব দেবার কথা ভাবলে উপরের দিকেই থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সাকিবের অধিনায়কত্ব নিয়ে কথা বলার পর সেই কথার জের ধরে খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘অধিনায়কত্ব করার মত তিন চারজনই আছে। সাকিব, রিয়াদ, মুশফিক। মাশরাফি একটা সংস্করণে আছে , আর বাকী তামিম। এরা যদি করতে না চায় তাহলে তরুণ কাউকেই ডাকতে হবে। এরা যদি ২২ বছর বয়সে অধিনায়কত্ব করতে পারে, দলে এখন আরও অনেকেই আছে ২২ বছর বয়সে অধিনায়কত্ব করার মত। আমরা সেটা দেখিনা কারণ আমরা এক জায়গাতেই পড়ে আছি।’

মোসাদ্দেকের বয়স টা ২৩। পরবর্তী অধিনায়ক হবার দৌড়ে আবাহনী লিমিটেডকে অধিনায়ক হিসাবে খেলে চ্যাম্পিয়ন করা মোসাদ্দেকও। এছাড়া বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছেন। তাকে অধিনায়ক করতে চাইলে ‘যদি’ ও ‘কিন্তু’ রেখে রাজী মোসাদ্দেক।

মোসাদ্দেক হোসেন সৈকত

আজ (১৭ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে এসে সৈকত বলেন, ‘আসলে আমি এ ব্যাপারে (অধিনায়ক হবার ব্যাপারে) জানি না কিছুই। যখন এরকম কথা হবে অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, সেটা আলোচনা সাপেক্ষে হয়ত আমি…’

৯৭ ডেস্ক

Read Previous

দলের দূর্বলতা ফাঁস করলেন মোসাদ্দেক, মাঠে নামবেন আগ্রাসী ক্রিকেট খেলতে

Read Next

আজ অভিষেক হতে পারে দুই জনের!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
4
Share