

আন্তর্জাতিক, বয়সভিত্তিক ও ‘এ’ দল মিলিয়ে বেশ ব্যস্ত ক্রিকেট সূচী চলছে বাংলাদেশ ক্রিকেটের। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনূর্ধ্ব ২৩ দল দেশ ছেড়েছে ভারতের উদ্দেশ্যে, পরদিনই লঙ্কা সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা সফরের ১৬ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ সদস্যের স্কোয়াডে জায়গা মিলেছে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির পর বাদ পড়া সৌম্য সরকার। সৌম্য সরকার ছাড়াও ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা অনেকেই।
টেস্ট ক্রিকেটারদের অনুশীলনের মধ্যে রাখতে কয়েকজনকে রাখা হবে ‘এ’ দলে আগেই জানিয়েছিল বিসিবি। স্কোয়াড ঘোষণার পর মিলেছে প্রমাণও। সুযোগ পেয়েছে মুমিনুল হক, মেহেদী মিরাজ, সাদমান ইসলামের মত টেস্টের নিয়মিত মুখরা। দলটির নেতৃত্বে থাকবেন মুমিনুল হক।
দলের বেশিরভাগই কোন না কোন সময় খেলেছেন জাতীয় দলে। ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা জহরুল ইসলাম, সানজামুল ইসলাম, এনামুল হক, নুরুল হাসান সোহান, এনাদত হোসেনরা পেয়েছেন নিজেদের প্রমাণের সুযোগ। অনূর্ধ্ব ১৯ দলের লেগ স্পিনার রিশাদ হোসেন, প্রবাস জীবনের ইতি টেনে ক্রিকেট মাঠে ফেরা পেসার সালাউদ্দিন শাকিলও আছেন স্কোয়াডে।
সফরে দুইটি চারদিনের ম্যাচের পাশাপাশি তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ৩০ সেপ্টেম্বর। অন্যদিকে একদিন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭,৯ ও ১২ অক্টোবর।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডঃ মুমিনুল হক(অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, সাদমান ইসলাম, জহরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন,নুরুল হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ ও সাইফ হাসান।