

আয়ারল্যান্ডে স্বাগতিকরা ছাড়াও স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ডাবলিনের দর্শকরা দেখেছে রানবন্যার এক ম্যাচ। রানবন্যার ম্যাচে বেশ কিছু রেকর্ড গড়ে জিতেছে স্কটল্যান্ড।

ডাবলিনের ম্যালাহাইডে টসে জিতে আগে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক পিটার সিলার। স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার জর্জ মানসিকে সাথে নিয়ে সিলারের সিদ্ধান্তকে ভুল প্রমাণে ব্যস্ত হয়ে পড়েন। মাত্র ১৫.১ ওভারে এই দুইজন স্কোরবোর্ডে জমা করেন ২০০ রান। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোন উইকেটে তৃতীয় সর্বোচ্চ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি (সেরা ৩):
হযরতউল্লাহ জাজাই ও উসমান গনি (আফগানিস্তান)- ১ম উইকেটে ২৩৬ রান, আয়ারল্যান্ডের বিপক্ষে
অ্যারন ফিঞ্চ ও ডি’অর্চি শর্ট (অস্ট্রেলিয়া)- ১ম উইকেটে ২২৩ রান, জিম্বাবুয়ের বিপক্ষে
কাইল কোয়েটজার ও জর্জ মানসি (স্কটল্যান্ড)- ১ম উইকেটে ২০০, নেদারল্যান্ডসের বিপক্ষে
৫০ বলে ১১ চার ও ৫ ছয়ে ৮৯ রান করে আউট হন কোয়েটজার। তবে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মানসি। ৫৬ বলে ৫ চার ও ১৪ ছয়ে ১২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মানসি। আর তাতেই এই ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করাদের তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন এই স্কটিশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিঃ
৩৫ বল- ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), রোহিত শর্মা (ভারত), সুদেশ বিক্রমাসেকারা (চেক রিপাবলিক)
৪১ বল- জর্জ মানসি (স্কটল্যান্ড)
৪২ বল- হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)

সেঞ্চুরি করা মানসি ম্যাক্স ও’ডুডের এক ওভার থেকে নেন ৩২ রান (৪ ছক্কা ও ২ চার)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেবল যুবরাজ সিং মানসির চেয়ে এক ওভারে বেশি রান তুলেছেন (৬ ছক্কায় ৩৬)।
২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫২ রান স্কোরবোর্ডে জমা করে স্কটল্যান্ড।
২৫৩ রানের বিশাল জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামা নেদারল্যান্ডস ১৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে। তবে পিটার সিলারের অপরাজিত ৯৬ রানে ১৯৪ রান অব্দি যেতে পারে তারা। ৪৯ বলে ৯ চার ও ৫ ছয়ে ৯৬ রান করে অপরাজিত থাকেন নেদারল্যান্ডস অধিনায়ক সিলার।
৫৮ রানে ম্যাচটি জিতে নেয় স্কটল্যান্ড। কোন সন্দেহ ছাড়াই ম্যাচসেরার পুরষ্কার পান জর্জ মানসি।