

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কেনিংটন ওভালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি। প্রোটিয়াদের আগে ব্যাট করতে পাঠিয়ে রান তাড়া করে জেতার লক্ষ্য স্পষ্ট কোহলির সিদ্ধান্তে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিন শতাধিক রান করেও ভারত ম্যাচ হেরেছে বোলারদের ব্যর্থতায়। তাই আজকের ম্যাচে উমেশ যাদবের বদলে মাঠে নামবেন ভারতের অন্যতম সফল অফ স্পিনার রবিচন্দন অশ্বিন।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একাদশেও এসেছে একটি পরিবর্তন। বোলার ওয়াইন পার্নেলের পরিবর্তে আজ খেলবেন অ্যান্ডিল ফুলোকোয়ো।
ভারতীয় একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার ও জাস্প্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকার একাদশঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অ্যান্ডিল ফুলোকোয়ো, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ইমরান তাহির।
উল্লেখ্য, আজকের ম্যাচে পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। তাই আজকের ম্যাচটিকে দুই দলের জন্যেই বাঁচা মরার লড়াই বলা চলে।