

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের লড়াই দিয়ে আজ শুক্রবার মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সকাল থেকেই মিরপুরে হানা দিয়েছে বৃষ্টি। চলছে এখনও।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ সারাদিনই ঝির ঝির বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বৃষ্টিতে পরিত্যক্ত হতে পারে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ম্যাচ। এতে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে উভয় দলকে।
সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সূর্যের আলোর দেখা মেলেনি এখনও। ফলে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শংকা দেখা দিয়েছে।
শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দুই দলের ৯ লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৫টিতে আর জিম্বাবুয়ে জিতেছে ৪টি ম্যাচ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল সাড়ে তিন বছর আগে ২০১৬ সালের জানুয়ারিতে।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।
ত্রিদেশীয় সিরিজের সূচিঃ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রোববার | বাংলাদেশ-আফগানিস্তান | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার | বাংলাদেশ-আফগানিস্তান | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার | ফাইনাল | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |