

‘আজ সন্ধ্যা ৭টায় সাংবাদিক সংবাদ সম্মেলন ডেকছেন মাহেন্দ্র সিং ধোনি।’ এমনটাই আজ সকাল থেকে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদের উপাদান ছিলো। এরপর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়; যা এখনও তুঙ্গে৷ ধোনির অবসর নিয়ে ছড়ানো গুজব থামালেন ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। তিনি তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, ধোনির অবসরের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।
Its called rumours !
— Sakshi Singh ????????❤️ (@SaakshiSRawat) September 12, 2019
MSK Prasad, Chief Selector: No update on MS Dhoni’s retirement, the news is incorrect. pic.twitter.com/uLbzVdfmuf
— ANI (@ANI) September 12, 2019
বিশ্বকাপের পরে ধোনি নিজেই ভারতীয় বোর্ডকে বলে বিশ্রাম নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ভারতীয় দল ফিরে এসেছে দেশে। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন ভিরাটরা। তার আগে ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ধোনির ভূমিকার কথা উল্লেখ করে টুইটারে একটি পোস্ট করেন।
টুইটারে কোহলি ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট ধোনিকে উদ্দেশ করে লেখেন,
‘ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময়ে যে ভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।’