

আজ বুধবার মিরপুরে দলের অনুশীলনের পর কথা বললেন মোসাদ্দেক হোসেন। নিজের ব্যাটিং নিয়ে কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। মোসাদ্দেক মনে করছেন মন খুলে খেলেও দ্রুত আউট হওয়ায় গালমন্দ শুনতে হচ্ছে তাকে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসের ছক্কায় তালি, পরের ইনিংসে আউটে গালি; এমনটাই হয়েছে মোসাদ্দেকের সঙ্গে।
একটি জয় পেলেই টাইগার’রা তার প্রকৃত চেহারায় ফিরবে, এমনটাই মনে করছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

নিজের ব্যাটিং নিয়ে মোসাদ্দেক বলেন,
‘রান না করলে সুযোগটি তো অপচয় করার মতোই মনে হবে। অনেকের মনে হতে পারে যে মারতে গিয়ে আউট হয়েছি। প্রথম ইনিংসেও কিন্তু শুরু করেছি ছয় মেরে। দ্বিতীয় ইনিংসে ছয় হলে ব্যাপারটি অন্যরকম হতে পারতো। হয়নি এখন সেটি আসলে হতাশাজনক।’
‘দেখুন একেক জন ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তখন একেক জনের থিওরিটি অন্যরকম থাকে। একেকজন একেক স্টাইলে রান করতে পছন্দ করে। আমি যখন ব্যাটিং করতে নামি তখন চিন্তা করি একটি বাউন্ডারি হয়ে গেলে আমি হয়তো একটু নির্ভার থাকবো। এটি একেক জন একেক রকমভাবে মাইন্ড সেট করে আসলে। যখন প্রথম ইনিংসে আমি ছয় মারলাম তখন সবাই তালি দিয়েছিল, যখন দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেলাম তখন গালি দিবে এটাই স্বাভাবিক। এটি নিয়ে আমি আসলে খুব বেশি চিন্তিত না। এরপরে যখন খেলবো তখন হয়তো ভুলগুলো কমিয়ে আনার চেষ্টা করবো।’
টেস্টের পুরোনো গল্প ভুলে যেতে চান মোসাদ্দেক হোসেন; মনোযোগ দিতে চান টি-টোয়েন্টি সিরিজে। আউট হওয়ার বিষয়ে কোনদিকে যাবেন বুঝতে পারছেন না। তবে দলের চেহারা পরিবর্তন হতে একটি জয়ই যথেষ্ঠ, মানছেন মোসাদ্দেক।
‘দেখুন বিষয়টি এমন হয়েছে যে মন খুলে খেলতে গিয়ে আমি আউট হয়েছি। এটি নিয়েও আমার এখন প্রশ্নের উত্তর দেয়া লাগছে। আমি এখন কোন দিকে যাবো সেটি নিজে বুঝতে পারছি না। সামনে টি-টোয়েন্টি রয়েছে, আমি মনে করি এখানে বেশি ফোকাস করা উচিত এবং এটির উপরে আমরা আস্থা রাখছি এবং একটি ম্যাচ জিতে আমরা মোমেন্টাম আমাদের দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ’