বিপিএলের সপ্তম আসর হবে ‘বিগ ব্যাশ’ এর মতো

নাজমুল হাসান পাপন জালাল ইউনুস শেখ সোহেল নিজামউদ্দিন চৌধুরী
Vinkmag ad

সাকিব আল হাসানের দলবদলের পরই আসন্ন আসরের বিপিএল নিয়ে যত জলঘোলানো শুরু। বিপিএল হবে কি হবে না এ নিয়েও উঠেছিল প্রশ্ন। আজ (১১ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি জানালেন চূড়ান্ত সিদ্ধান্ত, বিপিএল হবে ঠিক সময়েই, পুরো দায়-দায়িত্ব থাকবে বিসিবির কাছেই, কি ভাবেই বা হবে সে নিয়েও কথা বলেছেন বিস্তারিত।

নাজমুল হাসান পাপন জালাল ইউনুস শেখ সোহেল নিজামউদ্দিন চৌধুরী

পূর্বঘোষিত সময় ২ঃ৩০ মিনিটেই বিসিবির অভ্যর্থনা কক্ষে হাজির বিসিবি সভাপতি যেখানে অপেক্ষা করছিল জনা পঞ্চাশেকের বেশি সাংবাদিক। এসেই জানালেন বিপিএল নিয়ে কথা হবে সবার শেষে। শর্তমোতাবেক অন্যান্য ইস্যুর পরেই কথা বলেন বিপিএল প্রসঙ্গে। বিপিএল নিজেদের অধীনেই করবেন, নাম হবে বঙ্গবন্ধু বিপিএল, দলগুলোর পেছনে পুরো ব্যয় করবে বিসিবিই।

কোন ফ্র্যাঞ্চাইজি থাকছেনা আসন্ন বিপিএলে ক্রিকেট৯৭ আগেই প্রতিবেদনে উল্লেখ করেছে। বিসিবিই যখন দায়িত্ব নিচ্ছে, দল সংখ্যায় কি আসবে পরিবর্তন এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ” দল যা ছিল তাই থাকবে। মোট কথা বিপিএলের পুরো ফরম্যাট একই থাকবে তবে দলগুলোর ম্যানেজমেন্টের দায়িত্ব হবে বিসিবির। আপনারা বিগ ব্যাশের কথা চিন্তা করতে পারেন। একইরকম ফরম্যাট।”

ঠিক সময়েই হচ্ছে কিনা এমন প্রশ্নেও বিসিবি বসের উত্তর,” একদম ঠিক সময়েই হবে। আমাদের হাতে বেশ কিছু সময় আছে। দলের মালিকানা বিসিবির হাতেই থাকবে কেউ স্পন্সর হতে চাইলে আমরা নেবো। সেক্ষেত্রে ভালো মানের কোচ কিংবা বিদেশী খেলোয়াড় দলে অন্তর্ভুক্তির সুযোগ তাদের দেওয়া হবে।”

চুক্তি শেষ হওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে দফায় দফায় বৈঠকের পরও কেন ইতিবাচক সাড়া মেলেনি আধঘন্টার বেশি সময় সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন জানিয়েছেন সেটাও। পাপন জানান, “তারা লভ্যাংশ চায় সেটা সোজা কথায় সম্ভব নয়। তারা কেমন ক্ষতিতে পড়ে সেটাই এখন আমরা আয়োজনের পর বুঝতে পারবো। আশাকরি আমাদের ক্ষেত্রে সেটা হবেনা। তারা কোটি টাকা খরচায় ক্রিকেটার কিনতে পারে তবে লোকশান কোন দিক দিয়ে হয়?”

বিপিএল ইস্যুতে বিসিবি বসের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের দলবদল ইস্যু আসাটা ছিল অবধারিত। সাকিবের দলবদলেই কি তবে বিপিএলে এতবড় রদবদল? মানতে নারাজ বিসিবি সভাপতি বলেন, ” দেখেন শুধু সাকিব ইস্যুটাই আসছে। শুধু সাকিব কেন? তামিম, মুশফিকের চুক্তিও অবৈধ ঘোষণা করা হয়েছে। আর এখানে মূলত আইন মানা হয়নি বলেই সমস্যার সৃষ্টি হয়েছে। খেলোয়াড় রিটেইন একটা অপশন আছে, তার আগেই আপনি দল বদলাতে পারেননা। সাকিব নিজেইতো এতগুলো লিগ খেলে ওরেই জিজ্ঞেস করুন এমন আইন কোথাও আছে কিনা? সাকিব কি পারবে হুট করে বলতে আমি হায়দ্রাবাদে খেলবনা চেন্নাইতে খেলবো?”

৯৭ ডেস্ক

Read Previous

বিসিবি একাদশকে পাত্তা না দিয়ে জিম্বাবুয়ের দাপুটে জয়

Read Next

টেস্ট খেলার অনাগ্রহ থেকেই অধিনায়কত্ব ছাড়তে চান সাকিব

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
30
Share