

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর নতুন আসর। তবে এক ইস্যুতেই পালটে গেছে সব দৃশ্যপট। সূত্রমতে, ইগোর লড়াইয়ে শেষ অব্দি আলোর মুখ দেখছেনা বিপিএল।
গত ৩১ জুলাই বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ডাকে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। সেখানে তাঁরা সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি সারে। ও সংবাদমাধ্যমকে জানায় সপ্তম আসরে তাঁদের হয়ে খেলবেন সাকিব।
বিপত্তির শুরু সেখান থেকেই। এর আগে ঢাকা ডায়নামাইটসের ছিলেন সাকিব আল হাসান। সাকিবকে আইকন পরিকল্পনা করেই এগোচ্ছিলো ঢাকা। হুট করে সাকিবের রংপুরে যোগ দেওয়া ছিলো বেক্সিমকোর মালিকানাধীন ঢাকার জন্য বড় এক ধাক্কা।
এছাড়া চিটাগং ভাইকিংস ছেড়ে মুশফিকুর রহিম যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। দল বদলে কুমিল্লা থেকে খুলনা যান তামিম ইকবাল। এই দুই দলবদল নিয়ে আলোচনা হয়নি তেমন। কারণ, সেখানে সব পক্ষের মত ছিলো।

কিন্তু ঢাকার অজান্তে সাকিব আল হাসান হাতছাড়া হবার ব্যাপারটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি এখন ইগোর লড়াইও। সেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষকে খেলার জন্য রাজি করানোর ব্যাপারে পজিটিভ কোন ফল আসেনি বলে সূত্রের খবর।
সাকিব ইস্যু ছাড়াও ফ্র্যঞ্চাইজি মালিকপক্ষের রেভিনিউ শেয়ার করার ব্যাপারটাও মুখ্য হয়ে আসছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স মালিকপক্ষ বিসিবিকে রেভিনিউ ফ্র্যাঞ্চাইজির সাথে ভাগ করার প্রস্তাবও দিয়েছিলো।
এতো ইস্যুর ভিড়ে অল্প সময় বাকি থাকা বিপিএলের সপ্তম আসরের ভাগ্য নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসবে দ্রুতই। আজ (১১ সেপ্টেম্বর) বেলা ২ টা ৩০ মিনিটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন বিসিবি বস। সেখানেই হয়তো শোনা যাবে শেষমেশ কি হচ্ছে।