

আগামীকাল ১১ সেপ্টেম্বর জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এই ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই দলে ডাক পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, আরিফুল হক। আরিফুল আর ইয়াসির রাব্বির জায়গা হয়নি ত্রিদেশীয় সিরিজের মূল স্কোয়াডে।
আগামীকাল দুপুর ১২টায় ফতুল্লায় শুরু হবে ম্যাচটি। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে জিম্বাবুয়ে।। আর ফাইনাল মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর।
প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলের অনেকেই; আফিফ হোসেন, সাব্বির রহমান, ইয়াসিন আরাফাত মিশু, মোহাম্মদ সাইফউদ্দীন। টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা না পাওয়া ইয়াসির আলি ও আরিফুল হক ডাক পেয়েছেন এই ম্যাচ খেলার জন্যে।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ স্কোয়াডঃ সাইফ হাসান, নাইম শেখ, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইয়াসির আলী, সাব্বির হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাকির আলী, সাইফউদ্দীন।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।
ত্রিদেশীয় সিরিজের সূচিঃ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রোববার | বাংলাদেশ-আফগানিস্তান | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার | বাংলাদেশ-আফগানিস্তান | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার | ফাইনাল | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |