

আফগান স্পিনারদের বিপক্ষে কীভাবে জবাব দিতে হবে তা তো জানা নেই বাংলাদেশের ব্যাটসম্যানদের! উইকেটের পুরো ফায়দা নিচ্ছেন সফরকারীদের রিস্ট স্পিনাররা। ১১৫তম টেস্ট খেলা বাংলাদেশকে পরাজয়ের চোখ রাঙাচ্ছে মাত্র ৩ টেস্ট খেলা দল আফগানিস্তান। আফসার জাজাই সংবাদ সম্মেলনে এসে বলে গেছেন, আমরা আগেই জানতাম বাংলাদেশ আমাদের স্পিনারদের খেলতে হিমশিম খাবে।
বাংলাদেশকে হারানোর হাতছোঁয়া দূরত্বে আফগানরা। ম্যাচের শেষ দিনে তাদের চাই আর মাত্র ৪ উইকেট। বিপরীতে, ১৩৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সাকিববাহিনী এখনও পিছিয়ে ২৬১ রানে।
আফগানিস্তানের কাছে কাছে টেস্ট মানে ভিন্ন কিছু। রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেকথা জানিয়ে গেছেন আফগান মিডল অর্ডার আফসার জাজাই।
‘আসলে এটার মানে অনেক কিছু আমাদের কাছে। সাদা বলের ক্রিকেট আমরা ভালো খেলি সেটা মানুষ জানে। তবে টেস্ট সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব বেশি নয়। আমাদের টেস্ট খেলার বিষয়ে মানুষও খুব বেশি জানে না।’
বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট জিতে আফগানরা দেখাতে চায় যে, তারাও টেস্ট খেলতে পারে। আফসার জাজাইয়ের বক্তব্য,
‘এই টেস্টের আগে আমরা ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি। ওই দুই টেস্টে দেখিয়েছি যে আমরাও টেস্ট খেলতে পারি। আমাদের কাছে টেস্ট মানে ভিন্ন কিছু। সেটা ওয়ানডে ও টি-টোয়েন্টির চেয়ে বেশি কিছু। আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম যে এই টেস্টটি জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমরা দেখাতে চাই যে আমরা টেস্ট ক্রিকেট খেলতে পারি।’
ব্যাটিংই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে উল্লেখ করে আফসার আরও বলেন,
‘শুধু পিচে নয়, আমি মনে করি আমরা খুবই ভালো খেলেছি। প্রথমে আমরা ভালো ব্যাট করেছি। এরপর যখন আমাদের স্পিনাররা বল করতে আসলো, তখন তারা খুবই ভালো বোলিং করেছে। এখানেই পার্থক্য তৈরি হয়েছে। আমরা আগেই জানতাম বাংলাদেশ আমাদের স্পিনারদের খেলতে হিমশিম খাবে। কারণ, আমাদের স্পিনাররা বিশ্বমানের। আমরা উইকেট দেখেছিলাম। তখনই বুঝেছিলাম যে প্রথম দুইদিন ভালো খেলা যাবে। সেক্ষেত্রে টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। টস জিতে আমরা অর্ধেক এগিয়ে ছিলাম।’