

আফগানদের বিপক্ষে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের বাজে পারফরম্যান্সে হতাশ ক্রিকেট সমর্থক, বিশ্লেষক এমনকি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। ১১৫তম টেস্ট খেলা বাংলাদেশকে পরাজয়ের চোখ রাঙাচ্ছে মাত্র ৩টি টেস্ট খেলা দল আফগানিস্তান। এই বাংলাদেশ দলের তরুণ আফগানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স দেখে চিনতেই পারছেন না বিসিবি সভাপতি।
আফগানদের ৩৪২ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২০৫ রানে অলআউট হয় টাইগাররা। ১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৬০ রান করে অলআউট হয় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। ৩৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রোববার চতুর্থ দিনে ১৩৬ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এই বাংলদেশকে দেখে যেন চিনতেই পারছেন না স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন,
‘এটা টেস্ট, দেখে মনে হয়না এইটা বাংলাদেশ; আমাকে যদি জিজ্ঞেস করে। প্রথম কথা হচ্ছে, খুবই দুঃখজনক, খুবই খারাপ। তবে আমি মনে করি প্ল্যানিং নিশ্চই ছিলো, প্ল্যানে তো কোন ঘাটতি থাকার কথা না। তবে প্ল্যান সঠিক ছিলো না।’
বিসিবি সভাপতি আজ ঢাকায় সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বাংলাদেশের পরিকল্পনায় ভুল। বাংলাদেশের এই দল আফগানিস্তানের বিরুদ্ধে ৫০০ রান করার মতো সামর্থ্য আছে,
‘এখানে আমরা কি করতে পারি। ওদের কি এখন বুঝাতে হবে যে টেস্ট কিভাবে খেলতে হয়। এরা হচ্ছে বেটার প্লেয়ার্স। তবে আমার মনে হয় ওরা মানসিক ভাবে কি চিন্তা-ভাবনা করছে, কি প্ল্যান করছে, এখানে নিশ্চই কোনো একটা গলদ আছে। এরকম করে টেস্ট খেলার কথা না। ওরা যদি ৩৭০ করে বাংলাদেশের আমাদের যে দল ৫০০ না করার কোনো কারণ নেই। এটি একটি ফ্ল্যাট উইকেট।’
এই টেস্টের বর্তমান দল সাময়িক সময়ের জন্য। বেশ কিছু পরিবর্তন নিয়ে চিন্তা-ভাবনা করছে বিসিবি; সময় লাগবে ৩ থেকে ৬ মাস, দল হবে শক্তিশালী। পাপনের বক্তব্য,
‘বাংলাদেশ ক্রিকেট দল এখন যেটা দেখছেন এইটা অতন্ত সাময়িক। সামনে যেহেতু আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে চিন্তা-ভাবনা করছি, একটু এদিক-সেদিক হতে পারে। কিন্তু এটা বেশি দিন লাগবে না, ৩ থেকে ৬ মাস। এরমধ্যে আমি বিশ্বাস করি বাংলাদেশ আবার একটি শক্তিশালী দলে পরিণত হবে।’