

জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য হ্যামিল্টন মাসাকাদজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার সিকান্দার রাজা, পিটার মুর।
টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দলঃ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাবভা, রিচমন্ড মুতুম্বামি, শীন উইলিয়ামস, নেভিল মাদজিভা, টিনোটেন্ডা মুটোম্বোজি, টনি মুনিওঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, এইন্সলি লোভ, টিমিসেন মারমা ও রায়ান বার্ল।
Here’s the @ZimCricketv squad for the T20I triangular series in Bangladesh versus @BCBtigers and @ACBofficials scheduled for 13-24 September 2019 . . . #AllTheBestBoys pic.twitter.com/I5bJx48ipO
— Zimbabwe Cricket (@ZimCricketv) September 6, 2019
৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। এরপর ১১ সেপ্টেম্বর জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এরপর ১৩ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর ফাইনাল মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর।
ত্রিদেশীয় সিরিজের সূচিঃ
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রোববার | বাংলাদেশ-আফগানিস্তান | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার | বাংলাদেশ-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার | আফগানিস্তান-জিম্বাবুয়ে | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার | বাংলাদেশ-আফগানিস্তান | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার | ফাইনাল | শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |