

হাত থেকে বেরিয়ে যেতে থাকা ম্যাচটা বাংলাদেশ জিতেছে সাকিব, মাহমুদউল্লাহ’র ব্যাটে চড়েই। তবুও শেষপর্যন্ত ক্রিজে থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করতে পারেননি সাকিব আল হাসান। ম্যাচসেরার পুরষ্কার পাওয়া সাকিব এতে একটু হতাশই। তবে সামনে দলকে জিতিয়েই মাঠ ছাড়তে চান তিনি।
বন্ধু তামিম ইকবাল সাকিবকে সবসময় বলে সাকিব ম্যাচ শেষ করে আসতে পারে না। নিজের মধ্যেও সেই তাড়নাটা ছিলো। সাকিব বলেন, “সেঞ্চুরি তো ব্যক্তিগত অর্জন। দলকে জেতানোই সবসময়ই বড়। ৮০ রান থেকেই মনে হচ্ছিলো শেষ করে ফিরতে হবে। তামিম সবসময় বলে, জীবনে শেষ করে আসতে পারলি না। এবার ইচ্ছে ছিল শেষ করব। আজকেও হলো না। হয়ত অন্য ম্যাচের জন্য তোলা থাকল। দেখা যাক।”
যেই বলটিতে আউট হয়েছিলেন সেই বলে মারতে যাননি সাকিব। মাহমুদউল্লাহ’র শতক না হবার শঙ্কা ছিলো মনে। সাকিব বলেন, “ক্রিকেটের কথা আসলে বলা যায় না। শেষ করে ফিরতে পারলে ভালো লাগত। ওই সময় ওই বলটা মারার ইচ্ছে ছিল না। চিন্তা করছিলাম যদি মারি তাহলে রিয়াদ ভাইয়ের সেঞ্চুরি হবে না। ভেবেছিলাম সিঙ্গেল নেব। কিন্তু বল দেখে কী মনে করে মেরে দিলাম। মারার মুডেই থাকলে হয়তো আউট হতাম না!”
আফসোস জিনিসটা কখনো ছুঁয়ে যায়না সাকিবকে। তিনি বলেন, “ঠিক আছে, যা পেলাম, তাই ভালো। আর কী! নাহ, জীবনে আফসোস নাই।”