ক্যারিবিয়ানদের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়লেন কোহলি

ভারত টেস্ট
Vinkmag ad

ব্যাট হাতে হোক আর অধিনায়ক হিসেবে হোক ভিরাট কোহলি যেন মাঠেই নামেন রেকর্ড ভাঙতে আর গড়তে। সদ্য সমাপ্ত জামাইকা টেস্টে ক্যারিবিয়ানদের আরও একবার বড় ব্যবধানে হারিয়ে ধবলধোলাইয়ের স্বাদ দিল ভারত। বড় জয়ের পাশাপাশি কাপ্তান কোহলিও গড়েছেন অনন্য রেকর্ড, পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে।

ভিরাট কোহলি

৪৬৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষ বিকেলেই ৪৫ রানে ২ উইকেট হারিয়ে বসে ক্যারবিয়ানরা। তখনই আঁচ করা যাচ্ছিলো বড় হারই অপেক্ষা করছে জেসন হোল্ডারদের জন্য। হয়েছেও তাই, দ্বিতীয় দিন চা বিরতির আগেই ২১০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ডোয়াইন ব্রাভো মাথায় আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে যাওয়ায় প্রথমবারের মত ক্রিকেট ইতিহাস দেখলো এক ইনিংসে ১২ জন ব্যাটসম্যানের ব্যাটিং।

সর্বোচ্চ ৫০ রান আসে আগেরদিন ৪ রানে অপরাজিত থাকা শামারাহ ব্রুকসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার এছাড়া ব্রাভোর বদলি হিসেবে নামা জারমেইন ব্ল্যাকউডের ব্যাট থেকে আসে ৩৮ রান। ক্যারিবিয়ানদের ২৫৭ রানের বড় হারের লজ্জায় ডুবাতে পেস-স্পিনের সংমিশ্রণ কাজে লেগেছে। পেসার ইশান্ত শর্মা দুটি, বুমরাহ একটি ও মোহাম্মদ শামি তিনটি উইকেট নেন। অন্যদিকে স্পিনার রবীন্দ্র জাদেজা তুলে নেন তিনটি উইকেট।

দুই টেস্ট সিরিজ হোয়াইটওয়াশসহ ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজও জিতেছে ভারত। ফলে ঘরের মাঠে বড় খালি হাতেই থাকতে হল ক্যারিবিয়ানদের। এদিকে আগের টেস্ট জিতেই ভারত কাপ্তান গড়েছেন রেকর্ড, সৌরভ গাঙ্গুলিকে পেছনে ফেলে ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড নিজের করে নেন, দেশ-বিদেশ মিলিয়েও ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ২৭ টেস্ট জিতে পাশে বসেছিলেন প্রাক্তন অধিনায়ক ধোনির।

জামাইকা টেস্ট জিতে সৌরভের সাথে ব্যবধানটা নিলেন বাড়িয়ে, পেছলে ফেলে দিলেন ধোনিকেও। ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ ২৭ টেস্ট জিতেছিলেন ধোনি, মাত্র ৪৮ টেস্টেই সেটিকে টপকে গেলেন কাপ্তান কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট, বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট জয়ের দুটি রেকর্ডই এখন এককভাবে কোহলির।

৯৭ প্রতিবেদক

Read Previous

অস্ট্রেলিয়া দলে একাধিক রদবদল

Read Next

১৮ বছর পরেও আক্ষেপ রয়েছে গিলক্রিস্টের

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share