

পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। পাকিস্তানের সাবেক লেগস্পিনার শহীদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ উইকেট (৯৯ উইকেট) শিকারি বনে গেছেন তিনি। আর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ৮৮ উইকেট নিয়ে তার আগের অবস্থান ‘৩’ নম্বরেই আছেন।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে গতকালের আগ পর্যন্ত ৯৮ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙ্গে গতকাল এক নম্বর স্থান দখল করলেন লাসিথ মালিঙ্গা।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই ২ (কলিন মুনরো, কলিন ডি গ্র্যান্ডহোম) ব্যাটসম্যানকে আউট করে ৯৯ উইকেট নিয়ে আফ্রিদিকে টপকে গেছেন মালিঙ্গা। ৭৪ ম্যাচে এ সংখ্যক উইকেট ঝুলিতে নিয়েছেন তিনি। আর একটি পেলেই টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি কিংবা ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করবেন লংকান কিংবদন্তি।
ম্যাচ অবশ্য আফ্রিদির চেয়ে অনেক কম খেলেছেন লাসিথ মালিঙ্গা। ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নিয়ে শেষ হয় আফ্রিদির ক্যারিয়ার। মালিঙ্গা ছাড়িয়ে গেলেন ২৫ ম্যাচ কম খেলেই (ম্যাচ সংখ্যা ৭৪*)। টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট শিকারি এখন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের এই ক্লাবে মালিঙ্গা-আফ্রিদির পরেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের উইকেট সংখ্যা এখন ৮৮টি (৭২ ম্যাচ)।