

স্কটল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে বড় জয়ই পেল বাংলাদেশের নারীরা। ৪৬ রানে যুক্তরাষ্ট্রের মেয়েদের গুটিয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ৮ উইকেটের।
শুরুতে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্রের মেয়েরা পড়ে বড় লজ্জায়। জাহানারা, নাহিদা, খাদিজাদের তোপে দাঁড়াতেই পারেনি, ১৯.৫ বল স্থায়ী ইনিংসে করতে পেরেছে সর্বসাকুল্যে ৪৬ রান।
এক সুগেথা চন্দ্রশেখর ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেনি একজন ব্যাটসম্যানও। ব্যক্তিগত সর্বোচ্চ ১৫ রান করতেই চন্দ্রশেখর বল খেলেছেন ৩৭ টি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান আসে শিবানি বাস্করের ব্যাট থেকে। বাংলাদেশ বাঘিনীদের মধ্যে নাহিদা আকতার নেন তিন উইকেট, জাহানারা আলম, খাদিজা আকতার দুটি ও রিতু মনি নেন একটি উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় বেগ পেতে হয়নি বাংলাদেশের নারীদের। মাত্র ২ উইকেট ও ৭০ বল হাতে রেখেই বাছাইপর্বের শুরু করে সানজীদা ইসলামরা। দুই ওপেনার সানজীদা ও আয়েশা রহমান উদ্বোধনী জুটিতেই ৪২ রান তুলে ফেলে, অষ্টম ওভারে সামান্থ রামাউতার প্রথম দুই বলেই ফিরে যান দুজন। ৩৪ বলে ৩ চার এক ছক্কায় ৩০ রান করেন সানজীদা, ৮ রান আসে আয়েশার ব্যাট থেকে। এরপর নিগার সুলতানা(৫) ও রিতু মনি(১) নির্বিঘ্নেই পাড়ি দেন বাকী পথ।
বৃষ্টির কারণে গতকাল(৩১ আগস্ট) পাপুয়ানিউগিনির বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। ড্যান্ডির ফোর্টহিল ক্রিকেট মাঠে টসই করার সুযোগ পায়নি দুই অধিনায়ক। অবশ্য রিজার্ভ ডে থাকায় আগামীকাল (২ সেপ্টেম্বর) মাঠে গড়াবে ম্যাচটি।