

ফখর জামান এখন ইংল্যান্ডে গ্ল্যামারগনের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্ট খেলছেন। আর এদিকে ‘হ্যাক’ হয়েছে ফখর জামানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! ‘ফখর জামানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি হবে’ বলেও বিজ্ঞপ্তি দেয় হ্যাকাররা।
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ফখর জামানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করা হচ্ছিল। একটা পোস্টে আবার ‘ফখর জামানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি হবে’ বলেও বিজ্ঞপ্তিও দেওয়া হয়। এতদিন ফখর তার অ্যাকাউন্ট থেকে যতগুলো ছবি আপলোড করেছিলেন, সব মুছে ফেলা হয়েছে অ্যাকাউন্ট থেকে।
পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি টুইটারে তার সতীর্থ ফখর জামানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন; ফখরের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা এক লাখ পঁচাত্তর হাজার অনুসারীকে।
শাহীন শাহ আফ্রিদি টুইটারে লিখেন,
‘পাকিস্তানের জাতীয় গর্ব ও ক্রিকেটার ফখর জামানের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট FakharZaman719 এর মধ্যেই ভেরিফাইড করা হয়েছে। অনেক মানুষ ওর অ্যাকাউন্ট অনুসরণ করে। আপনারা কি দয়া করে ব্যাপারটা একটু দেখবেন? যাতে সে তার অ্যাকাউন্টটা ফিরে পেতে পারে? অনেক ধন্যবাদ।’
Hi @instagram, the insta account of Pakistan National pride & cricket player, Fakhar Zaman has been hacked. His insta account is FakharZaman719 and its verified. A lot of people look up to him. Can you please look into this and help him in getting it back? Many thanks!
— Shaheen Shah Afridi (@iShaheenAfridi) September 1, 2019
