
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলার আগে নিজেদের ঝালিয়ে নেবার মিশনে আজ মাঠে নেমেছে রাশিদ খানের আফগানিস্তান। চট্টগ্রামে একমাত্র টেস্ট খেলার আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান একাদশ। সফরকারীদের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ইহসানউল্লাহ জান্নাত ও ইব্রাহিম জাদরান।
লাঞ্চ বিরতির আগ পর্যন্ত কোন উইকেটের পতন ঘটতে দেননি এই দুজন। সাবধানে খেলে ১ম সেশনে রান তুলেছেন ৭৭। ৮২ বলে ৬ চারে ৩৭ রান করে অপরাজিত থেকে ইহসানউল্লাহ, ৭৯ বলে ৪ চারে ৩০ রান করে অপরাজিত থেকে ইব্রাহিম জাদরান লাঞ্চ বিরতিতে যান।
দ্বিতীয় সেশনে দুজনই ফিফটি পার করার পর স্বেচ্ছা অবসরে যান। ৭ চার, ১ ছয়ে ৬২ করেন ইহসানউল্লাহ, ৬ চারে ৫২ রান করেন ইব্রাহিম জাদরান। ৪৬ তম ওভারের শেষ বলে প্রথম উইকেটের দেখা পায় বিসিবি একাদশ। তিনে নামা জাবেদ আহমাদিকে ৩ রানে ফেরান সুমন খান, ক্যাচ ধরেন মেহেদী হাসান রানা।

চারে নামা রহমত শাহ টেকেননি বেশীক্ষণ। ২০ বল খেলে ৭ রান করে আল আমিন জুনিয়রের বলে এনামুল হক বিজয়কে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর চা বিরতির আগে আর কোন বিপদ ঘটতে দেননি হাশমতউল্লাহ শহীদি ও আসগর আফগান। দুই সেশনে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সফরকারীরা।
দিনের শেষ সেশনের শুরুতে বাজিমাত করেন আল আমিন জুনিয়র। একে একে ফেরান আসগর আফগান (১৬), হাশমতউল্লাহ শহীদি (২৬) ও ইকরাম আলী খিলকে (১)।
প্রতিবেদন লেখার সময় ৭২ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৯৭। উইকেটে আছেন মোহাম্মদ নবি ও আফসার জাজাই।
আফগানিস্তান একাদশঃ
আসগর আফগান, রাশিদ খান (অধিনায়ক), আহমেদ শিরজাদ, ইহসানউল্লাহ জান্নাত, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, ইয়ামিন আহমেদজাই, শাপুর জাদরান (উইকেটরক্ষক), আফসার জাজাই ও কায়েস আহমেদ।
বিসিবি একাদশঃ
ফজলে রাব্বি মাহমুদ, এনামুল হক বিজয়, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাইম হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইরফান শুক্কুর, সালাহউদ্দিন শাকিল, সুমন খান, মানিক খান ও জুবায়ের হোসেন লিখন।