

২৫ থেকে ৪০ ওভারের মাঝে ভারতের ব্যাটসম্যানরা সংগ্রহ করে ৮০ রান। একই ওভারগুলোতে শ্রীলঙ্কার সংগ্রহ ১০৩ রান। এখানেই কি পিছিয়ে পড়েছিল ভারত! ৩২১ রানের পুঁজিকে অবশ্য জয়ের জন্য যথেষ্ঠই মনে করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কোহলির ধারণাকে ভুল প্রমাণ করে ৭ উইকেটের জয়ে টিকে থাকলো লঙ্কানদের সেমিফাইনালের আশা।
বৃহস্পতিবার ম্যাচ শেষে কোহলি জানান, ‘আমি মনে করেছিলাম বোর্ডে রান যথেষ্ঠ ছিল। আমাদের ব্যাটিং সত্যিই ভালো ছিল। আমার মতে, আমাদের বোলাররাও ভালো বল করেছে।’ নিজের দলের খেলোয়াড়দের উপর কোন রকম দোষ দিতে চান না ভারতীয় অধিনায়ক। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্রশংসা করতেও ভুলেননি কোহলি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দারুণ খেলেছে, তাদের প্রত্যেকেই ভালো খেলেছে। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। আমরা এমন দলগুলোর বিপক্ষে খেলছি যারা শিরোপার দাবিদার।’
ম্যাচ জয়ের পর শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, ‘এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলা ছিল। আপনি জানেন, কেউই আশা করেনি যে আমরা জিতব। এই জিনিসটাই আমাদের চাপ মুক্ত রেখেছে এবং আপনারা দেখেছেন, আমরা চাপ মুক্ত থাকলে কিভাবে খেলতে পারি।’ ম্যাথুস লঙ্কান সমর্থকদের ধন্যবাদ দিয়ে জানান, ‘এটি বিশ্বকাপ ফাইনালের খেলার মতো ছিল। আমরা সবাই জানতাম যে সকল ভারতীয়রা ভ্রমণ করে এসে তাদের দলকে সমর্থন করছে। আমি অবশ্যই এখানে শ্রীলঙ্কার সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। যদিও এটা সংখ্যায় সামান্য ছিল, কিন্তু এরপরেও এটি আমাদের জন্য চমৎকার সমর্থন ছিল। আমরা সত্যিই তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’