
বাংলাদেশ নারী দল চলতি বছরের অক্টোবরে পাকিস্তান নারী দলের সঙ্গে খেলতে পাকিস্তানের লাহোরে যাবে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হবে জাহানারা-সালমারা। এমনটিই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজ (৩০ আগস্ট) পিসিবি জানিয়েছে দুই সপ্তাহের সফরে যাবে বাংলাদেশ নারী দল। সফরকারীরা পাকিস্তানে পৌছাবে ২৩ অক্টোবর।
Schedule of Bangladesh women’s team to Pakistan announced
MORE: https://t.co/InEQxMLuYA pic.twitter.com/rKa5f3dr7F
— Pakistan Cricket (@TheRealPCB) August 30, 2019
চার বছরের মধ্যে এটি বাংলাদেশ দলের পাকিস্তানে দ্বিতীয় সফর হবে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তানে যাবার জন্য সম্মত হয়েছে লঙ্কানরা। এখন বাংলাদেশ নারী দলের সফরসূচিও চূড়ান্ত হয়েছে। পিসিবি আশাবাদী দ্রুতই পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে পাকিস্তানে।
২০১৫ সালে পাকিস্তানে যেয়ে ২ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিলো বাংলাদেশ নারী দল। আসন্ন সফরে থাকছে ৩ টি-টোয়েন্টি ও ২ ওয়ানডে।
২০১৮ সালের অক্টোবরে পাকিস্তান নারী দল ৪ টি-টোয়েন্টি ও ১ ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে এসেছিলো। কক্সবাজারে সেবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো পাকিস্তান, ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
পাকিস্তানে বাংলাদেশ নারী দলের সফরসূচিঃ
২৬ অক্টোবর- ১ম টি-টোয়েন্টি, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
২৮ অক্টোবর- ২য় টি-টোয়েন্টি, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
৩০ অক্টোবর- ৩য় টি-টোয়েন্টি, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
২ নভেম্বর- ১ম ওয়ানডে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
৪ নভেম্বর, ১ম ওয়ানডে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম