দুবাই থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রামের পথে আফগানিস্তান দল

afghan
Vinkmag ad

একটি টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ৩০ আগস্ট সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান দল। আজ সকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাশিদ খানের নেতৃত্বাধীন আফগান দল।

afghanistan cricket team

সফরকারীরা ঢাকায় ভ্রমণ বিরতির পর এদিনই নভোয়ার এয়ারলাইন্সযোগে চট্টগ্রামের পথে রওনা হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম পৌঁছে শহরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে উঠবে আফগানিস্তান ক্রিকেট দল।

এক দিনের বিশ্রাম ও হালকা অনুশীলন শেষে আগামী ১ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে এক থেকে দুই সেপ্টেম্বর বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে রাশিদ খানরা।

৫ সেপ্টেম্বর জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট।

277408

আফগানিস্তান টেস্ট দল: রাশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমেদি, আহমেদ শিরজাদ, ইয়ামিন আহমেদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান ও কায়েস আহমেদ।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রাশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব-উর রহমান, শরফুদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, শহিদুল্লাহ, করিম জানাত, গুলবেদিন নায়েব, ফরিদ আহমদ, শফিকউল্লাহ, ফজল নিয়াজাই, দৌলত জাদরান, নাভিন-উল-হক ও রহমতউল্লাহ গুরবাজ।

PS2208 AFGHANISTAN CRICKET08

ত্রিদেশীয় সিরিজের সূচি:

তারিখ/বার ম্যাচ ভেন্যু
১৩ সেপ্টেম্বর, শুক্রবার বাংলাদেশ-জিম্বাবুয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
১৪ সেপ্টেম্বর, শনিবার আফগানিস্তান-জিম্বাবুয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
১৫ সেপ্টেম্বর, রোববার বাংলাদেশ-আফগানিস্তান শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
১৮ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর, শুক্রবার আফগানিস্তান-জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর, শনিবার বাংলাদেশ-আফগানিস্তান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ফাইনাল শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা

৯৭ প্রতিবেদক

Read Previous

মিরপুরে তাসকিন তান্ডব, সাকিব ০, মিঠুন ১, জহুরুল ১৩

Read Next

অক্টোবরে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share